স্টাফ রিপোর্টার, রাজবাড়ী টুডে: রাজবাড়ীর চন্দনী ইউনিয়রনে জমে থাকা বৃষ্টির পানি বের করাকে কেন্দ্র করে মোঃ আফজাল মন্ডল নামে ৩০ নামে এক রিকশা চালককে কুপিয়ে আহত করেছে প্রতিপক্ষ। গত ২০ মে ভোর ৬টার দিকে এ ঘটনা ঘটে।
আহত রিকশা চালকে রাজবাড়ী সদর হাসপাতাল ভর্তি করা হয়েছে।আহত আফজাল মন্ডল বাপুর গ্রামের আফসার মন্ডলের ছেলে।
জানা গেছে বাবুপুর গ্রামের বাসিন্দা রিকশা চালক মোঃ আফজালের বাড়ির মধ্য দিয়ে প্রতিবেসি বদর উদ্দিনের বাড়িতে জমে থাকা বৃষ্টির পানি বের করতে গেলে আফজাল তাতে বাধা দেয়।এসময় রকন, মফিস, বদর উদ্দিন, খুশি সহ কয়েকজন মিলে আফজালকে কুপিয়ে আহত করে।
এ ঘটনায় আফজালের স্ত্রী সিরিন বেগম বাদি হয়ে ৪জনকে আসামী করে রাজবাড়ী সদর থানায় একটি মামলা দায়ের করেছেন।