স্টাফ রিপোর্টার, রাজবাড়ী টুডে: ১০ ফেব্রুয়ারী রোববার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে রাজবাড়ী জেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তা, ব্যবসায়ী, সুশীল সমাজের প্রতিনিধিদের নিয়ে জেলা আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
এ সময় রাজবাড়ী কেন্দ্রীয় বাস টার্মিনাল সচল, পৌর এলাকার মাস্টার প্লান তৈরি, পৌর এলাকার ফোরলেন সড়ক উন্নয়নের কাজ, বাজারে গ্যাস সিলিন্ডারের সঠিক মাপ নিশ্চিত এবং পাইকারী ও খুচরা মুল্যে নির্ধারন,
রাজবাড়ী সদর ও গোয়ালন্দ সহ লাইসেন্সকৃত দুটি বাংলা মদের দোকানে মদ নির্দিষ্ট সময়ে বিক্রি, নারী ও শিশু নির্যাতন বন্ধে সচেতনতা বৃদ্ধি, মাদকদ্রব্য নিয়ন্ত্রন, চুরি-ডাকাতি ও খুন, মামলা সংক্রান্ত পোস্ট মর্টাম ডাক্তারী পরীক্ষার রিপোর্ট দ্রুত দেওয়া, দেশিও কোম্পানির তৈরিকৃত ঔষুধে শিশুদের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো, নির্মানাধীন ২৫০ শয্যা হাসপাতালেই পোস্ট মর্টামের ব্যবস্থা রাখা, জেলা শহরের সিসি ক্যামেরা সচল করাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা করা হয।
জেলা প্রশাসক মোঃ শওকত আলী রাজবাড়ী জেলার সার্বিক আইন শৃঙ্খলার পরিস্থিতি ভাল উল্লেখ করে বলেন, জানুয়ারী মাসে রাজবাড়ী জেলায় খুনের ঘটনা ঘটেছে ১টি, চুরি ২টি, ডাকাতি ১টি, মাদক মামলা ৮৮টি, অপহরণ ১টি, নারী ও শিশু নির্যাতন ৮টিসহ মোট মামলা হয়েছে ১২২টি।
তবে গত ডিসেম্বর মাসের তুলনায় ৪১টি মাদক মামলা বেসি হয়েছে।
সভায় জেলা প্রশাসক মোঃ শওকত আলীর সভাপতিত্বে বক্তব্য রাখেন, সিভিল সার্জন ডাঃ মোঃ রহিম বকস, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ রাকিব খান, পৌর মেয়র মহম্মদ আলী চৌধুরী সহ অনেকই।