স্টাফ রিপোর্টার, রাজবাড়ী টুডে: “বীমা দিবসে শপথ করি, উন্নত দেশ গড়ি”- এই শ্লোগানকে সামনে রেখে রাজবাড়ীতে জাতীয় বীমা দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে ০১ মার্চ রবিবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি র্যালী বের করা হয়।
র্যালী শেষে রাজবাড়ী অফিসার্স ক্লাবে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক দিলসাদ বেগমের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, জেলা পরিষদের চেয়ারম্যান ফকির আব্দুল জব্বার, অতিরিক্ত জেলা প্রশাসক আশেক মোহাম্মদ, সিভিল সার্জন মোঃ নরুল ইসলাম প্রমুখ।
পরে এ দিবসউপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।