স্টাফ রিপোর্টার রাজবাড়ী টুডে: “আমার জীবন আমার সম্পদ, বীমা করলে থাকবে নিরাপদ ” এই স্লোগানে রাজবাড়ীতে জাতীয় বীমা দিবস ২০২৩ পালিত হয়েছে।
এ উপলক্ষে আজ ০১ মার্চ রাজবাড়ী জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী ১আসনের সংসদ সদস্য কাজী কেরামত আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিভিল সার্জন মোঃ ইব্রাহিম টিটন, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক সুবর্ণা রাণী সাহা প্রমুখ।
এছাড়াও, বক্তব্য উপস্থাপন করেন ইন্সুরেন্স এসোসিয়েশনের সভাপতি ফকির শাহাদাত হোসেন, সাধারণ সম্পাদক মো: মোজাম্মেল হক, আলাউদ্দীন আল আজাদসহ বীমা প্রতিষ্ঠানসমূহের প্রতিনিধিগণ।এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন দপ্তরের প্রতিনিধি ও বীমা খাতের সাথে সংশ্লিষ্টগণ।