স্টাফ রিপোর্টার রাজবাড়ী টুডে: বেনারসি গ্লোবাল ইভেন্টস লিমিডেট-এর সার্বিক সহযোগিতায় দীর্ঘদিন পরে জমকালো আয়োজনে রাজবাড়ীতে মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলার উদ্বোধন করা হয়েছে।
২০ জুন বৃহস্পতিবার সন্ধ্যায় জেলা চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ড্রাস্ট্রিজ-আয়োজনে শহরের বীর মুক্তিযোদ্ধা শহীদ খুশি রেলওয়ে ময়দানে এ মেলা উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে রাজবাড়ী জেলা চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ড্রাস্ট্রিজ-এর সভাপতি কাজী ইরাদত আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে মাসব্যাপী এ মেলার উদ্বোধন করেন, জেলা পরিষদ চেয়ারম্যান ফকির আব্দুল জব্বার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান এ্যাডঃ ইমদাদুল হক বিশ্বাস, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি হেদায়েত আলী সোরাব, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফি প্রমূখ।
মেলার আয়োজক কমিটি সূত্রে জানা গেছে, এবারের মেলায় শিশুদের বিভিন্ন ধরনের আনন্দদয়মূলক ইভেন্ট ও দৈনন্দিন জীবনে ব্যবহৃত বিভিন্ন তৈজস পত্রের প্যাভেলিয়ান স্থান পেয়েছে। সেই সাথে রয়েছে নান্দনিক পানির ফোয়ারা ও আলোর ঝলকানি। মেলায় শতাধিক স্টল বরাদ্দ দেওয়া হয়েছে। মেলায় জন সাধারনের জন্য প্রবেশ মূল্যে করা হয়েছে ১০ টাকা।
মেলা আয়োজক কাজী ইরাদত আলী জানান, রাজবাড়ীতে তেমন কোন বিনোদনের ব্যবস্থা নাই। এ মেলার মাধ্যমে যেমন বাণিজ্যিক উন্নয়নের অগ্রযাত্রা হবে ও তেমনি সবাই পাবে বিনোদন। সবার সহযোগিতায় প্রতিবছর এ ধরনের আয়োজন করতে চায় রাজবাড়ী চেম্বার অব কমার্স। তিনি আরো বলেন, বৃস্পতিবার বিকেল থেকে এই মেলা শুরু হয়েছে। মেলায় বিভিন্ন ধরনের দেশী বিদেশী স্টল ইতি মধ্যেই বরাদ্ধ দেয়া হয়েছে। মেলায় ৯০ থেকে ১০০ টি বিভিন্ন ছোট বড় স্টল করা হয়। এতে সব ধরনের দেশি বিদেশী পণ্যের সমাহার রয়েছে। মেলায় বড় ও ছোট শিশুদের জন্য সব ধরনের বিনোদনের ব্যবস্থা রাখা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি মেলার মাঠসহ পুরো এরিয়া সি.সি.টিভির আওতায় আনা হয়েছে। এই মেলা আগামী এক মাসব্যাপী চলবে বলেও জানিয়েছেন তিনি।
মেলায় অংশ নেয়া প্যাভিলিয়ন ও সাধারণ স্টলে প্রসিদ্ধ গার্মেন্টস, হোমটেক্স, ফেব্রিকস পণ্য, হস্তশিল্পজাত,পাটজাত, গৃহস্থালি ও উপহারসামগ্রী, চামড়া ও চামড়াজাত পণ্য, তৈজসপত্র, সিরামিক, প্লাস্টিক, পলিমার পণ্য, কসমেটিকস হারবাল ও প্রসাধনী সামগ্রী, খাদ্য ও খাদ্যজাত পণ্য, ইলেকট্রিক ও ইলেকট্রনিকস সামগ্রী, ইমিটেশন ও জুয়েলারি ও ফার্নিচার এসব স্টল রয়েছে। এছাড়া শিশুদেরও বিনোদনের জন্য মেট্রো রেল, নৌকা দোলনা, নাগরদোলা, ওয়াটার স্পীড বোট, জাম্পিং বেলুন, ওয়াটার বল রয়েছে।
মেলায় স্বনামধন্য দেশীয় ব্র্যান্ড প্রতিষ্ঠান কিয়াম, প্রাণ, আরএফএল, এসিআই ছাড়া দেশী-বিদেশী কার্পেট, জামদানি ও রাজশাহী সিল্ক শাড়ির প্যাভেলিয়নে রয়েছে। প্রতিদিন মেলা প্রাঙ্গণে খ্যাতনামা শিল্পীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
বার্তা প্রেরক
খন্দকার রবিউল ইসলাম
মোবাইল-০১৭১২-০৮৪৮৭৬।