স্টাফ রিপোর্টার, রাজবাড়ী টুডে: রাজবাড়ীতে গ্যাস সিলিন্ডারের ভিতরে থাকা সাড়ে ৪কেজি গাজাঁ সহ শহিদ শেখ (৪০) নামে এক ব্যাক্তিকে আটক করেছে সদর ফাড়িঁ পুলিশ।
২২ জুলাই সোমবার সকালে শহরের পূবালী ব্যাংক এর সামনে থেকে তাকে আটক করা হয়। আটকৃত মোঃ শহিদ শেখ সদর উপজেরার বরাট ইউনিয়নের গোপাল বাড়ী এলাকার নেওয়াজ ওরফে গোপাল শেখের ছেলে।
রাজবাড়ী সদর পুলিশ ফাঁড়ির এটিএসআই আব্দুল লতিফ মিয়া বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি যে একটি গ্যাস সিলিন্ডরের ভিতরে বিপিুল পরিমান গাজাঁ নিয়ে পাবনা থেকে ধাওয়া পাড়া হয়ে রাজবাড়ী শহর রক্ষা বেড়ীবাধ দিয়ে শহরের দিকে আসছে। এমন খবরে পুলিশের একটি টিম রাজবাড়ী পূবালী ব্যাংক এলাকায় তার অপেক্ষায় ছিল। পরে রিতিমত তিনি গ্যাস সেলন্ডার নিয়ে অটোরিক্সা যোগে এসে রুপালী ব্যাংক এর সামনে নামেন। পূবালী ব্যাংকের দিকে আসতেই আটক করে ফাড়িঁতে নিয়ে আসা হয়। পরে গ্যাস এর সিলিন্ডারের নিচের অংশে কাটা ৩টা স্ক্রু দিয়ে আট কানো ছিল।পরে সেটি খুলে সাড়ে ৪কেজি গাজাঁ পাওয়া যায়।
তার বিরুদ্ধে রাজবাড়ী সদর থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।