স্টাফ রিপোর্টার, রাজবাড়ী টুডে: লেক সংস্কার ও সৌন্দর্য বর্ধনের দাবিতে রাজবাড়ীতে ৬ষ্ঠতম ভেলা বাইচ অনুষ্ঠিত হয়েছে।
১১ অক্টোবর শুক্রবার বিকেলে গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী এ ভেলা বাইচ রাজবাড়ী শহরের রেলওয়ে স্টেশন সংলগ্ন পুকুরে অনুষ্ঠিত হয়।
জেলার বিভিন্ন স্থানের ১৮টি দল কলাগাছের তৈরী ভেলা নিয়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। তার মধ্যে ‘ নেহা এন্টারপ্রাইজ ১ম, ধুমকেতু এক্সপ্রেস ২য়, মা বাবা র দোয়া দল ৩য় স্থান দখল করে। ৩টি মহিলা দলের মধ্যে নিল এন্টারপ্রাইজ ১ম , রংধু এক্সপ্রেস ২য়, গোলাপি এন্টারপ্রাইজ ৩য় স্থান পেয়ে বিজয়ী হয়।
প্রায় ৮ হাজার দর্শক এই ভেলা বাইচ উপভোগ করেন।
প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের এমপি কাজী কেরামত আলী
অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা কামরুল হাসান লালীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যন ফকির আব্দুল জব্বার, হেদায়েত আলী সোরহাব, জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক এস এম নওয়াব আলী, জেলা আওয়ামী লীগের উপ- প্রচার ও প্রকাশনা ইঞ্জিনিয়ার আমজাদ হোসেন প্রমুখ।
বীর মুক্তিযোদ্ধা কামরুল হাসান লালী জানান, ফ্রান্স প্রবাসী মোঃ আশরাফুল ইসলামের পক্ষ থেকে প্রতিযোগিতায় অংশগ্রহণ কারীূদের প্রত্যাক দলকে ১হাজার টাকা করে পুষ্কার দেওয়া হয়।