রাজবাড়ী টুডে: রাজবাড়ীতে এক সপ্তাহের মধ্যে ৩ খুন ! ঘটনাস্থল কাছাকাছি, তিনজনই নারী। প্রথম জোড়া খুনের কূলকিনারা হয়নি এখনও। তিনজনকেই হত্যা করা হয়েছে গলাকেটে।
৫দিনের ব্যাবধানে বানিবহ উইনিয়নে মঙ্গলবার (৭আগস্ট) দিবাগত রাত ১২টার দিকে রাজবাড়ী সদর উপজেলার বানিবহ ইউনিয়নের আটদাপুনিয়া গ্রামে গৃহবধূ আদুরী বেগম (২৫)কে জবাই করে খুন করেছে দুর্বৃত্তরা।
০৮আগষ্ট বুধবার সকালে নিজবাড়ী থেকে আদুরী বেগম লাশ উদ্ধার করেছে রাজবাড়ী সদর থানা পুলিশ।
নিহত আদুরী বেগম আটদাপুনিয়া গ্রামের ৮নং ওয়ার্ডের রডমিস্ত্রি মিজানুর রহমানের স্ত্রী।
নিহত গৃহবধূর শশুড় করিম মৃদ্ধা জানায়,গত দুই মাস আগে তার ছেলে মিজানুর কক্সবাজারের উখিয়ায় রড মিস্ত্রির কাজে গেছে।গৃহবধূ আদুরী তার কোলের দুই ছেলে সন্তান কে নিয়ে একটি পাটকাঠির ঘরে থাকতো। মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে শিশুদের কান্নার শব্দ শুনে ঘরে গিয়ে দেখা যায় বিছানার উপরে আদুরীর গলাকাটা লাশ।শিশুদের হাতে পায়ে ওদের মায়ের রক্ত লেগে আছে।পরে স্থানীয় মেম্বার কে খবর দেওয়া হয়।
সদর থানার ওসি মোঃ তারিক কামাল জানান, “খবর পেয়ে পুলিশ রাতেই ঘটনাস্থলে পৌছান। হত্যাকারী গলাকেটে হত্যাকান্ড ঘটিয়েছে। সুরতহাল রিপোর্ট শেষে খুনের কয়েকটি কারন উধঘাটন করেছি। সঠিক কারন অনুসন্ধ্যানে লাশ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। খুনের ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে পুলিশ মাঠে নেমেছে।” নানি ও নাতনির হত্যার ঘটনায়ও পুলিশ অপরাধীদের সনাক্ত করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানান ওসি।
উল্লেখ্য,গত ৩ আগষ্ট শুক্রবার জেলা সদরের পশ্চিম মূলঘর থেকে দাদী ও নাতনীর জবাই করা লাশ উদ্ধার করে পুলিশ।সেই ঘটনায় অজ্ঞাত আসামী করে থানায় মামলা দায়ের হলেও এখন পর্যন্ত ঘটনার সঠিক কারন ও হত্যাকারীদের কে সনাক্ত করতে পারেনি পুলিশ।