স্টাফ রিপোর্টার, রাজবাড়ী টুডে : রাজবাড়ী শহরের বিশিষ্ট ইলেকট্রিক ব্যবসায়ী এবং খলিফাপট্টি দত্ত ইলেকট্রিকের স্বত্তাধিকারী অনুকূল দত্ত আত্নহত্যা করেছেন।
পৌরসভা সংলগ্ন নারায়ন বাবুর পুকুর চালা সজ্জনকান্দা গ্রামের প্রয়াত নারায়ন দত্তের ছেলে ও মৃত অনুকূল দত্ত রাজবাড়ী জেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক অরুপ দত্ত হলির আপন বড় ভাই।প্রাথমিকভাবে জানা গেছে, শুক্রবার ছুটির দিনে দোকান বন্ধ করে দোকানের মধ্যে ফ্যানের সাথে রশি ঝুলিয়ে সে আত্নহত্যা করে। তবে আত্নহত্যার কারণ এখনও জানা যায়নি।