স্টাফ রিপোর্টার, রাজবাড়ী টুডেঃ “ করোনাকলে নারী নেতৃত্ব গড়বে নতুন সমতার বিশ্ব”-এই শ্লোগানকে সামনে রেখে রাজবাড়ীতে আন্তর্জাতিক নারী দিবস ২০২১ পালিত হয়েছে।
জেলা প্রশাসন ও রাজবাড়ী মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে ০৮ মার্চ রোববার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভা ও র্যালীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী এক আসনের সংসদ সদস্য কাজী কেরামত আলী।
আলোচনা সভায় জেলা প্রশাসক দিলসাদ বেগমের সভাপতিত্বে বক্তব্য রাাখেন পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান, সিভিল সার্জন মোহাম্মদ ইব্রাহিম টিটন,অতিরিক্ত জেলা প্রশাসক সরোয়ার আহাম্মদ সালেহীন,জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নুরে সফুরা ফেরদৌস, জেলা সমাজ সেবা অফিসার রুবাইয়াদ মোঃ ফেরদৌস প্রমুখ।