সবাইকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা। ঈদ মোবারক। পবিত্র ঈদুল আযহা উপলক্ষে কালখালী, পাংশা, ও বালিয়াকন্দি উপজেলার সকল ধর্মের মানুষকে শুভেচ্ছা ও ঈদ মোবারকবাদ জানিয়েছেন রাজবাড়ী ২আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী রাজবাড়ী জেলা বি,এন,পি সহ-সভাপতি ও কালুখালি উপজেলা বিএনপির সভাপতি লায়ন এডভোকেট আবদুর রাজ্জাক খান।
শুভেচ্ছা বানীতে তিনি বলেন, সকল কর্ম-ব্যস্ততা, দু:খ-গ্লানি,মান-অভিমান সব কিছুকে পিছনে ফেলে “ঈদ” আসে হাসি আনন্দের নতুন বারতা নিয়ে। “ঈদের” আনন্দ সবার অন্তরাত্মাকে ছুঁয়ে যাক, এটাই প্রত্যাশা। আমার প্রিয় কালুখালি,পাংশা,বালিয়াকান্দি ও উপজেলার সকল ধর্মের সবাইকে ঈদ-উল-আযহার শুভেচ্ছা৷ ঈদ মোবারক! ঈদু-উল-আযহা সব মুসলমানদের একটি মহান উৎসর্গের দিন৷
আসুন আমরা আমাদের মনের কুপ্রবৃত্তিকে উৎসর্গ করি। ঈদুল আযহা মানুষকে ত্যাগ ও কুরবাণীর আদর্শে উজ্জীবিত করে সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক বৈষম্য ও শোষণ দূর করে একটি শোষণমুক্ত সমাজ গঠনের জন্য ত্যাগ স্বীকারে অনুপ্রেরণা দেয়।
প্রেস বিজ্ঞপ্তি