স্টাফ রিপোর্ট, রাজবাড়ী টুডে : রাজবাড়ী জেলা পরিষদের মাসিক উন্নয়ন ও সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। ১৪ জানুয়ারি সোমবার সকালে জেলা পরিষদের চেয়ারম্যানের দপ্তরে এ সভা অনুষ্ঠিত হয়।
জেলা পরিষদ চেয়ারম্যান ফকির আবদুল জব্বারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজবাড়ী ২আসনের সংসদ সদস্য মোঃ জিল্লুল হাকিম। সভা পরিচালনা করেন পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম।
এবছর সাড়ে ৬কোটি টাকা বরাদ্দ পেয়েছে জেলা পরিষদ। এরপর সভার আলোচ্যসূচি অনুযায়ী নানা বিষয়ে আলোচনা হয়।
আলোচনা সভায় বক্তব্য রাখেন, নাজমুল হাসান মিন্টু, রাশেদুল হক অমি, মির্জা মোঃ হাবিবুল প্রমুখ।
সভায় পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তার প্রতি ক্ষোভ প্রকাশ করে সদস্য রাশেদুল হক অমি বলেন, তিনি ফোন করলে ফোন ধরেন না, আমাদের কোন কথাই শুনতে চান না তিনি।তিনি আরো বলেন, আমরা জেলা পরিষদের দখল হয়ে যাওয়া অনেক মূল্যবান যায়গা উদ্ধার করতে পারছি না। কারো পক্ষ থেকে কোন সহযোগিতা পাচ্ছি না।আমাদের সাইন বোর্ড ভেঙ্গে ফেলছে ক্ষমাবানরা। আমরা কিছুই করতে পারছি না আমাদের কোন মূল্যায়ন করা হয় না।
সভায় জেলা পরিষদের সব সদস্য ও সংরক্ষিত নারী ওয়ার্ডের সদস্যরা উপস্থিত ছিলেন।