স্টাফ রিপোর্টার, রাজবাড়ী টুডে: বাঙালি জাতির স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা গৌরবের এক অনন্য দিন ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষ্যে রাজবাড়ীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৭ মার্চ) বিকেলে শহরের রেলগেট চত্বরে ঐতিহাসিক এ দিনটির গুরুত্ব তুলে ধরে আলোচনা করা হয়।
আলোচনা সভা শেষে সকল শহীদের আত্নার মাগফিরাত কামণা ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলীর সুস্থতা কামনা করে দোয়া মোনাজাত করা হয়।
জেলা আওয়ামী লীগের সভাপতি ও রাজবাড়ী ২ আসনের সংসদ সদস্য মোঃ জিল্লুল হাকিমের সভাপতিত্বে বক্তব্য রাখেন, রাজবাড়ী ১ আসনের সংসদ সদস্য কাজী কেরামত আলী, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য এ্যডভোকেট খোদেজা নাসরিন, জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ফকির আব্দুল জব্বার সহ জেলা আওয়ামী লীগের নেতা কর্মীবৃন্দ।
এর আগে সকালে রাজবাড়ী জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন নেতাকর্মীরা।
অনুষ্ঠান উপস্থাপনা করেন জেলা আওয়ামী লীগের সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক এ্যড শফিকুল হোসেন।