স্টাফ রিপোর্টার, রাজবাড়ী টুডে: রাজবাড়ী জেলা যুবদলের সাবেক আহ্বায়ক আলোচিত বাবলু হত্যা মামলায় ২জনের ফাসি, ৫জনের যাবজ্জীবন, ৪জনকে খালাস দিয়েছেন জেলা ও দায়রা জজ আদালত। ২০১২সালে ২৪আগস্ট বৃহস্পতিবার রাতে সাংবাদিক সানাউল্লাহ’র বাড়ির সামনে গুলি করে তাকে হত্যা করা হয়।
২৮ নভেম্বর দুপুর ২টার দিকে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক রুহুল আমিন এ দন্ডাদেশ দেন।
এ সময় মামলার এক নম্বর আসামী মীর এনাম আলী বাচ্চু ও ২নং আসামী সানোয়ার রহমান জকিকে ফাঁসি এবং মামলার অপর আসামী ফরহাদ হোসেন বাপ্পি, ইয়াকুব মিয়া,রানা মিয়া,রশিদ বিশ্বাস ও শাহীন দেওয়ানকে বজ্জীবন দন্ডাদেশ দেয়া হয়।
এছাড়া মোঃ খাইরুল, উজ্জল, আরিফ ও কুলি আরিফ নামের ৪জন আসামীকে খালাস দিয়েছে আদালত।
জানাগেছে, ২০১২সালে ২৪আগস্ট রাতে সাংবাদিক সানাউল্লাহ’র বাড়ির সামনে গুলি করে তাকে হত্যা করা হয়।
পড়ে ওই ঘটনায় নিহতের ছোট ভাই মোঃ শহিদুল ইসলাম বাদী হয়ে ২০১২ সালের ২৫ আগস্ট ৭ জনকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেন।পরে মামলার তদন্তকারী কর্মকর্তা ১৩জনকে আসামী করে আদালতে চার্জসিট প্রদান করেন। দীর্ঘ স্বাক্ষ্য প্রমান শেষে বিজ্ঞ আদালতের বিচারক আজকে এ দন্ডাদেশ দেন।
এতে রাষ্ট্রপক্ষের আইনজীবি এড. উজরি আলী সন্তোশ প্রকাশ করেন।এদিকে আসামি পক্ষের আইনজীবী মো. নিজাম উদ্দিন হায়দার বলেন, রায়ের সময় ৮ আসামি আদালতে উপস্থিত ছিলেন।এ রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল রবেন।