স্টাফ রিপোর্টার, রাজবাড়ী টুডে: মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল কর্মসূচি পালন করে বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ)রাজবাড়ী জেল শাখা।
সোমবার (১৩ মার্চ) রাজবাড়ী প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এসে শেষ হয়। পরে শিক্ষক নেতৃবৃন্দ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বিভিন্ন দাবি তুলে ধরে বক্তব্য রাকেন। পরে রাজবাড়ী জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর বরাবর স্মারক লিপি পেশ করেন শিক্ষক নেতৃবৃন্দ। এ সময় রাজবাড়ী জেলার ৫ উপজেলার শিক্ষক উপস্তিত ছিলেন। এতে নেতৃত্ব দেন শিক্ষক সমিতির রাজবাড়ী জেলা শাখার সভাপতি মীর মাহফুজা খাতুন মলি।