খন্দকার রবিউল ইসলাম, রাজবাড়ী টুডেঃ সহকারী শিক্ষকদের ১১তম গ্রেড ও প্রধান শিক্ষকদের ১০ গ্রেডে বেতন নির্ধারনের দাবিতে মনব বন্ধন করেছে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি রাজবাড়ী জেলা শাখা।
রাজবাড়ী সদর উপজেলা সমিতির উদ্যোগে বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে রাজবাড়ী জেলা শহরের শ্রীপুর উপজেলা পরিষদ চত্বরের সামনে এ মানব বন্ধন অনুষ্ঠিত হয়।
সকাল সাড়ে ১০ টা থেকে শুরু হয়ে সাড়ে ১১ টা পর্যন্ত চলা মানব বন্ধন কর্মসুচীতে বক্তব্য রাখেন, বাংলাদেশ শিক্ষক সমিতি রাজবাড়ী জেলা শাখার সভাপতি মোঃ মানিক বিশ্বাস, সাধারণ সম্পাদক, মোঃ হাবিবুর রহমান, জেলা শাখার দপ্তর সম্পাদক নিলয় কুমার বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম, নাজমূল ইমাম বিমল সনাসী প্রমুখ।
বক্তারা এ সময় অবিলম্বে তাদের দাবী না মানা হলে আরো কঠোর আন্দোলনে যাওয়ার ঘোষনা দেন। মানব বন্ধন কর্মসুচী শেষে শিক্ষকরা সদর উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে স্মারক লিপি প্রদান করেন।