খন্দকার রবিউল ইসলামঃ রাজবাড়ী টুডেঃ আগামী ১৮ জুন অনুষ্ঠিত হতে যাচ্ছে রাজবাড়ীর কালুখালী উপজেলা পরিষদ নির্বাচন। কালুখালী উপজেলা পরিষদ নির্বাচনে ৪ জন চেয়ারম্যান প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন।
২১মে মঙ্গলবার দুপুরে উপজেলা নির্বাচন অফিসার ও সহকারী রিটানিং কর্মকর্তা আব্দুল আলিমের কাছে মনোনয়ন পত্র দাখিল করেছেন স্বতন্ত্র আওয়ামীলীগের বিদ্রোহি চেয়ারম্যান প্রার্থী আলিমুজ্জামান চৌধুরী টিটু।
মনোনয়পত্র জমা দেওয়ার সময় সময় তার সাথে ছিলেন, কালুখালি উপজেলা আ.লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ও জেলা পরিষদ সদস্য মোঃ মিজানুর রহমান (মজনু), প্রস্তাবকারী কালিকাপুর ইউপি চেয়ারম্যান আতিউর রহমান নবাব, সমর্থনকারী মৃগী ইউপির সাবেক চেয়ারম্যান মোঃ বদর উদ্দিন সরদার, কালুখালী উপজেলা আ.লীগের যুগ্ন সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য মোঃ খায়রুল ইসলাম খায়ের সহ দলীয় নেতাকর্মী।
মনোনয়ন পত্র জমা দেবার শেষ দিনে চেয়ারম্যান পদে ৪ জন, পুরুষ ভাইস-চেয়ারম্যান পদে ৮ ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জন প্রার্থী উপজেলা নির্বাচন অফিসার ও সহকারী রিটানিং কর্মকর্তার কাছে তাদের মনোনয়ন পত্র দাখিল করেন।
মনোনয়ন-প্রার্থীতা যাছাই-বাছাই করা হবে আগামী ২৩ মে।
কালুখালীতে চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র জমা দিয়েছেন, আওয়ামীলীগ সমর্থিত ও বর্তমান চেয়ারম্যান কাজী সাইফুল ইসলাম, কেন্দ্র কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক ও স্থানীয় দৈনিক জনতার আদালত পত্রিকার সম্পাদক নুরে আলম সিদ্দিকী হক, উপজেলা আ:লীগে সাবেক যুগ্ন-আহবায়ক ও স্বতন্ত্র আলিমুজ্জামান চৌধুরী টিটো, জাতীয় পার্টির মোঃ আনিসুর রহমানসহ পুরুষ ভাইস-চেয়ারম্যান পদে ৮ জন ও মহিলা ভাইস-চেয়ারম্যান পদে ৪ জন ।