1. [email protected] : editor : Meraj Gazi
  2. [email protected] : admin :
  3. [email protected] : zeus :
রবিবার, ২৬ মার্চ ২০২৩, ১২:১৫ অপরাহ্ন
শিরোনাম :
৭বছরের শিশু ভাতিজিকে ধর্ষণের অভিযোগ, চাচা গ্রেফতার বালিয়াকান্দিতে আওয়ামী লীগের জনসভায় জনস্রোত প্রতিশোধ নিতে হত্যা করা হয় সোহান কে রাজবাড়ীতে প্রধানমন্ত্রীর উপহারের ঘর পাচ্ছে আরো ২৭৭ টি গৃহহীন পরিবার ইপিআই আওতার বাইরে টিকাদান কার্যক্রম বিষয়ে অবহিতকরণ সভা রাজবাড়ী সদরে আরো ৩৫টি ভূমিহীন পরিবার পাবে প্রধানমন্ত্রীর উপহার জমিসহ ঘর মিজানপুরে বঙ্গবন্ধু’র ১০৩ তম জন্মবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল রাজবাড়ীতে বিশ্ব ভোক্তা অধিকার দিবস ২০২৩ পালিত মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের দাবিতে বাংলাদেশ শিক্ষক সমিতির মানববন্ধন কেন্দ্রীয় নেতাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করলেন-শওকত হাসান

বালিয়াকান্দিতে ১০ টাকা কেজির ৮বস্তা চালসহ ‘ধরা পড়া’ ডিলার ৩ দিন ধরে লাপাত্তা

নিউজ ডেস্ক
  • প্রকাশিত : মঙ্গলবার, ৪ অক্টোবর, ২০১৬
  • ৩১৭ পঠিত

খন্দকার রবিউল ইসলাম, রাজবাড়ী টুডে ডট কম:   গরিব দুস্থদের জন্য  ১০টাকা দরের ৮বস্তা চালসহ রাজবাড়ীর বালিয়াকান্দির উপজেলার ইসলামপুর ইউনিয়নের রাজধরপুর ৬নং ওয়ার্ডের ডিলার নুরুল ইসলাম শেখকে আটক করে জনগণ।  রাজধরপুর বাজাররের খাদ্য অধিদপ্তর কর্তৃক পরিচালিত হত-দরিদ্রদের জন্য স্বল্পমূল্যে চাল বিক্রয় কেন্দ্রের ডিলার মোঃ নরুল ইসলাম শেখ  ১ অক্টোবর শনিবার  রাত সাড়ে ১২টার দিকে ৮বস্তা চাউল সহ আটক হন বলে অভিযোগ স্থানীয়দের।

স্থানীয়দের অভিযোগ, প্রতি শুক্রবার, শনিবার ও মঙ্গলবার সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত দোকান খোলা থাকবে এমন টাই লেখা রয়েছে সাইন বোর্ডে কিন্তু রাত সাড়ে ১২টার দিকে ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডিলার নরুল ইসলাম শেখ হতদরিদ্র জন্য সরকারি ১০টাকা কেজী দরের ৮বস্তা চাউল চুরি করে ভ্যান যোগে নেওয়ার সময় স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও জনগণ তাকে হাতে নাতে আটক করে।

14572072_898926170251890_1732481798_o

ইসলামপুর ইউনিয়নের রাজধরপুর ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও বাজার বনিক সমিতির সহ সভাপতি আবতাব উদ্দিন খান জানান, ‘রাত সাড়ে ১২টার দিকে ডিলার মোঃ নুরুল ইসলাম দরিদ্রদের জন্য দেওয়া ১০টাকা কেজির ৮বস্তা চাউল পাচারের সময় তাকে আটক করি, পরে সে হাতে পায়ে ধরে চলে যায়।’ এঘটনার পর থেকে ডিলারকে এলাকায় দেখা যাচ্ছে না। তিনি বিষয়টি ইউনিয়নের চেয়ারম্যানকে জানিয়েছেন ।

রাজধরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সভাপতি ও ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম জানান ৬নং ওয়ার্ডের মেম্বার মজিবুর রহমান ১০টাকা কেজি চাউল বিক্রির জন্য দরিদ্রদের যে তালিকা করেছেন তা সঠিক হয়নি কারন এলাকার অনেক প্রতিবন্ধী ও বিধবাদের বাদ দিয়ে তালিকা করেন একই পরিবারের একাধিক মানুষকে, কিন্তু কার্ড পেয়েছে একজন করে। তাই বাকী যাদের কার্ড হয়েছে সে কার্ডের চাউল ডিলার ও মেম্বার মিলে রাতে আধারে নিয়ে যাওয়ার সময় তাকে জনগন আটক করে।

14522576_898925683585272_2004513064_o

এঘটনায় বালিয়াকান্দির উপজেলা নির্বাহী অফিসার মোঃ এইচ এম রকিব হায়দার ৩ অক্টোবর সোমবার দুপুরে রাজধরপুর বাজারে গিয়ে এবিষয়ে খোঁজ খবর নিয়ে স্থানীয়দের সাক্ষাতকার নেন। তিনি বলেন,  এ ঘটনার সত্যতা পাওয়া গেলে ডিলারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এসময় ইসলামপুর ইউনিয়নের চেয়ারম্যান আবুল হোসেন খান বলেন এবার ইউনিয়ন পরিষদের  কোন ক্ষমতা দেওয়া হয়নি শুধু মেম্বারগন হতদরিদ্রদের তালিকা করেছে এবিষয় একমাত্র ব্যবস্থা নিতে পারেন নির্বাহী অফিসার।

এদিকে, ৩০কেজির বদলে ২৫/২৬ কেজি এবং ওজনে কম দেওয়ার অভিযোগ করলেন এলাকার একাধীক অসহায় মানুষ। তাছাড়াও মেম্বাররের কাছে গিয়ে কার্ড পাননি এ অভিযোগও করেন অনেকই। তবে মেম্বার মজিবর রহমান এ অভিযোগ অস্বুীকার করে বলেন, তিনি সঠিক ভাবেই তালিকা করেছেন, এখন ডিলার কি করলো এটা তার বিষয় নয়। তিনি বলেন, ‘যারা এসব কথা বলেছে তারা আমার প্রতিপক্ষ এরা আমার ইমেজ নষ্ট করার জন্যই এসব বলছে।‘

এ বিষয়ে কথা বলতে, ডিলার মোঃ নরুল ইসলাম শেখের সাথে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

এই জাতীয় আরো খবর
March 2023
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28  
© All rights reserved © 2013 Todaybangla24
Theme Customized BY LatestNews