দেবাশীষ বিশ্বাস, রাজবাড়ী টুডে:
রাজবাড়ীর বালিয়াকান্দিতে রাইজিংবিডির জেলা প্রতিনিধি মো: সোহেল মিয়া, ফেয়ারনিউজ২৪.কম এর প্রতিনিধি মো: জাকির হোসেন, দৈনিক বাঙ্গালীর খবরের সবুজ সিকদার, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কামরুজ্জামান কামরুল ও কোষাধ্যক্ষ গোলাম মোর্তবা রিজুর ওপর হামলাকারীদের গ্রেফতারের দাবীতে স্বরাষ্ট্রমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেছে বালিয়াকান্দি উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ।
রোববার দুপুরে উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক ইত্তেফাক প্রতিনিধি রঘুনন্দন সিকদারের নেতৃত্বে প্রেসক্লাবে কর্মরত সাংবাদিক নেতৃবৃন্দ উপজেলা নির্বাহী অফিসার এইচএম রকিব হায়দারের মাধ্যমে স্বরাষ্ট্রমন্ত্রী বরাবর এই স্মারকলিপি প্রদান করেন।