স্টাফ রিপোর্টার, রাজবাড়ী টুডে: রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বহরপুরে মানব সম্পদ উন্নয়নে আমাদের করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
৭ জুন (শুক্রবার) বিকেল সাড়ে ৫টায় সোনার বাংলা সমাজ কল্যান ও ক্রীড়া সংসদের আয়োজনে বহরপুর রেলওয়ে ফুটবল মাঠে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সোনার বাংলা সমাজ কল্যান ও ক্রীড়া সংসদের আহবায়ক হেলাল খন্দকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, অর্থ মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব ড. শেখ মোঃ রেজাউল করিম। তিনি বলেন আগামী জুন মাসে দেশের ইতিহাসে সবচেয়ে বড় বাজেট ঘোষনা করা হবে। ৫ লক্ষ ২২হাজার কোটি টাকার একটি বাজেট অর্থ মন্ত্রনালয় তৈরি করেছেন বলে জানান অর্থ মন্ত্রনালয়ের অতিরিক্ত এ সচিব।
মানব সম্পদ উন্নয়ন আমাদের করণীয় শীর্ষক আলোচনায় বাংলাদেশ ব্যাকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোঃ সিরাজুল ইসলাম, বাংলাদেশ নিম ফাউন্ডেশনের চেয়ারম্যান ড. নিম হাকিম, জেলা পরিষদের চেয়ারম্যান এম এ হান্নান মোাল্লা প্রমুখ বক্তব্য রাখেন।