1. [email protected] : editor : Meraj Gazi
  2. [email protected] : admin :
  3. [email protected] : zeus :
সোমবার, ২৭ মার্চ ২০২৩, ০৯:১৩ পূর্বাহ্ন

বন্ধুকে বাঁচানোর আকুতিতে রাস্তায় নেমেছে ওরা

নিউজ ডেস্ক
  • প্রকাশিত : সোমবার, ১৭ অক্টোবর, ২০১৬
  • ৩১৬ পঠিত

মোঃ আশিকুর রহমান, রাজবাড়ী টুডে ডট কম: কিডনী রোগে আক্রান্ত বন্ধুকে বাঁচাতে বাক্স হাতে নিয়ে রাজপথে নেমেছেন রাজবাড়ী সরকারি কলেজের একদল শিক্ষার্থী। কাগজের কার্টুন দিয়ে বানানো বাক্সগুলো নিয়ে প্রতিটি দোকানে দোকানে বন্ধুর জন্য সাহায্য উঠাচ্ছেন তারা। ১০ লক্ষ টাকা জোগাড় করে ২৩ বছর বয়সী বন্ধুকে বাঁচানোর স্বপ্ন দেখছেন এসব শিক্ষার্থী।

রাজবাড়ী সরকারি কলেজের ডিগ্রী তৃতীয় বর্ষের শিক্ষার্থী আফরোজা খানম দিপ্তী জানান, তাদের ক্লাসের মেধাবী ছাত্র গোলাম রাব্বানী ওরফে রাঙার একটি কিডনি সম্পূর্ণ ও অপরটি অর্ধেক অকেজো হয়ে গেছে। সে বর্তমানে ঢাকা কিডনি হাসপাতালের নিচতলায় পুরুষ ওয়ার্ডের ৭নং বেডে ভর্তি রয়েছে। রাঙার বর্তমান বয়স মাত্র ২৩ বছর। চিকিৎসক বলেছেন কিডনি স্থানান্তর করতে পারলেই রাঙাকে বাঁচানো সম্ভব। তবে এজন্য প্রয়োজন ১০ লক্ষ টাকা।

দিপ্তী আরও জানান, রাঙার বাড়ি রাজবাড়ী পৌরসভার ৭নং ওয়ার্ডে। তার বাবা মোঃ আবুল হোসেন ২০১৫ সালের প্রথম দিকে মারা যান। রাঙার বাবা ছিলেন গণপূর্ত অফিসের চতুর্থ শ্রেণীর কর্মচারী। তাই রাঙার পরিবারের পক্ষে এতো টাকা জোগাড় করে তার চিকিৎসা করানো সম্ভব না। এ জন্য দিপ্তীসহ রাঙার সহপাঠী সাজিদুল ইসলাম রুবেল, জুয়েল রানা, কাজী অলিভ, আব্দুল্লাহ আল মামুন, বাধন ও তুলি দানবাক্স হাতে নিয়ে রাজপথে নেমেছেন।

বাংলাদেশের জনসংখ্যা ১৬ কোটি। আর মেধাবী ছাত্র রাঙাকে বাঁচাতে প্রয়োজন ১০লক্ষ টাকা। সকলে যদি মাত্র এক টাকা করে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া যায় তাহলেই রাঙার চিকিৎসার টাকা জোগাড় হয়ে যাবে। মেধাবী ছাত্র রাঙাকে বাঁচাতে সকলে সাধ্যানুযায়ী সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন, অকাল মৃত্যুর হাত থেকে বাঁচাবেন রাঙার জীবন এটাই আমাদের প্রত্যাশা।

রাঙাকে সাহায্য পাঠানোর ঠিকানা: সঞ্চয়ী হিসাব নং- ৩৪১২৩০৩২, সোনালী ব্যাংক, রাজবাড়ী শাখা, রাজবাড়ী (রাঙার মায়ের)। বিকাশ-০১৭৭৪-৭০০৩১১ (জুয়েল)। মোবাইল- ০১৯১৮-৬৮৯২৭৫ (রাঙার মা শিউলী বেগম)।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

এই জাতীয় আরো খবর
March 2023
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28  
© All rights reserved © 2013 Todaybangla24
Theme Customized BY LatestNews