স্টাফ রিপোর্টার, রাজবাড়ী টুডে: নানা আয়োজনের মধ্য দিয়ে ১৭ই মার্চ হাজার বছরের শেষ্ঠ বাঙালি, স্বাধীন বাংলাদেশের স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালন করেছে রাজবাড়ী জেলা আওয়ামী লীগ।
১৭ই মার্চ বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস” উদযাপন উপলক্ষে বুধবার বিকেল সাড়ে ৪টায় রাজবাড়ী সরকারী বালক উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে একটি আনন্দ র্যালি বের করা হয়। র্যালিটি শহরের বড়পুল ঘুরে আবার একই স্থানে এসে শেষ হয়। পরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সন্ধ্যায় ক্লোজাপ ওয়ান তারকা শিল্পী নিশিতা বড়–য়া ও স্থানীয় শিল্পীরা গান পরিবেশন করেন।
এর আগে সকাল ৮টায় রাজবাড়ী জেলা আওয়ামীলীগ কার্যালয়ের সামনে জাতীয়, দলীয় পতাকা উত্তোলন এবং জাতির পিতা হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্প মাল্য অর্পণের মাধ্যমে প্রদ্ধাঞ্জলি নিবেদন করে রাজবাড়ী জেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। পরে কেক কেটে জাতির জনক বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী পালন করা করা হয়। এর পরে দোয়া ও মোনাজান করা হয়।
এসময় ১আসনের এমপি কাজী কেরামত আলী, জেলা পরিষদের চেয়ারম্যান ফকির আবদুল জবাবার, রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলী, জেলা আওয়ামী লীগ,যুবলীগ, ছাত্র লীগ, মহিলা লীগ সহ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।