ঢাকা , বুধবার, ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম :
রামকান্তুপুর ইউয়িনের মোহনশাহ’র বটতলার গোল চত্বর এর উদ্বোধন রাজবাড়ীতে মাদকদ্রব্যর অপব্যবহার ও পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস ও আলোচনা সভা রাজবাড়ীতে ডিবি পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ী মোজাম্মেল আটক রাজবাড়ী শহর রক্ষা প্রকল্প (ফেইজ-২) বাস্তবায়ন বিষয়ক সাধারণ সমন্বয় সভা সন্ধ্যার মধ্যে বিদ্যুৎ সমস্যার সমাধান করতে হবে-প্রতিমন্ত্রী কাজী কেরামত আলী রামকান্তপুর ইউনিয়ন ও পৌর নবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন সোহেল রানা। ঈদুল ফিতর’ উপলক্ষে চন্দনী ইউনিয়বাসীর সুস্বাস্থ্য, সুখ-সমৃদ্ধি ও অনাবিল আনন্দ কামনা করে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন-শাহিনুর পৌরবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন যুবলীগ নেতা মীর সজল জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল সম্প্রদায়ের মানুষকেঈদের শুভেচ্ছা কাজী ইরাদত আলীর সদর উপজেলা ছাত্রলীগের উদ্যোগে ছিন্নমূল মানুষের মাঝে ইফতার বিতরণ

প্রস্তুতিতেই আলোচিত বালিয়াকান্দির জামালপুরের ব্যতিক্রমী দুর্গাপূজার আয়োজন

  • রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : ০৬:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ সেপ্টেম্বর ২০১৬
  • ১৪৫ ভিউয়ের সময়

কাজী তানভীর মাহমুদ, রাজবাড়ী টুডে ডট কম: রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার আলোকদিয়া গ্রামে চলছে দুর্গাপূজার ব্যতিক্রমী আয়োজন। পুকুরের ওপরে বাঁশ দিয়ে তৈরি করা হচ্ছে বেশ বড় আকৃতির মন্দির। ২ মাস ধরে দিন-রাত পরিশ্রম করে মন্দিরটি তৈরি করছেন ২০ জন শিল্পী এবং শ্রমিক।

এ মন্দিরটিতে শুধু দুর্গাপূজাই হবে না, প্রদর্শিত হবে হিন্দু ধর্মের বিভিন্ন কাহিনি অবলম্বনে ১৫০টির বেশি দেব-দেবীর মূর্তি। এ ছাড়া নতুন প্রজন্মের মধ্যে ধর্মের জ্ঞান পরিপূর্ণ করতে তৈরি করা হচ্ছে স্বর্গ ও নরকের কল্পিত রূপ। যাতে ন্যায় ও অন্যায়ের ফলাফল মানুষ অনুধাবন করতে পারে। পাপের বোঝা কমাতে পারে।

received_126160897845805আয়োজকরা আশা করছেন, দেশের বিভিন্ন স্থান থেকে কয়েক লাখ মানুষ এ আয়োজন উপভোগ করবেন।

মন্দির তৈরির কারিগর নিতাই চন্দ্র বিশ্বাস জানান, পুকুরের পানির ওপর ৬০ ফুট উচ্চতায় ৬-৭ হাজার বাঁশ, কয়েক হাজার সিএফটি কাঠ, কয়েক মণ লোহা ব্যবহার করে তৈরি হচ্ছে ৬ তলাবিশিষ্ট মন্দির।রাজবাড়ী বালিয়াকান্দি গ্রাম জামালপুর দুর্গাপূজা উদযাপন কমিটির সভাপতি বিধান কুমার ভট্টাচার্য জানান, প্রতিবছরের মতো এবারও ব্যতিক্রমী আয়োজন করা হয়েছে জামালপুরে। মায়ের আগমনে ঘুচে যাবে সবার দুঃখ-বেদনা এমনটিই মনে করেন তিনি।

received_126160787845816

দেবী দুর্গার ভক্ত স্থানীয় বেনু বিশ্বাস বলেন, প্রায় দুই যুগ ধরে আয়োজিত বালিয়াকান্দির এই ব্যতিক্রমী দুর্গাপূর্জায় মায়ের সেবায় নিজেকে বিলিয়ে দেন ভক্তরা। ধর্ম-বর্ণনির্বিশেষে আনন্দ ভাগাভাগি করে নেন সব ধর্মের মানুষ।

বালিয়াকান্দির গ্রাম জামালপুর দুর্গাপূজা উদযাপন কমিটির প্রধান আয়োজক গোবিন্দ চন্দ্র বিশ্বাস বলেন, পূজা দেখতে দেশের বিভিন্ন স্থান থেকে কয়েক লাখ দেবী ভক্ত ও দর্শনার্থীরা উপস্থিত হবেন ব্যতিক্রমধর্মী এই পূজায়। তবে এবার দেশের বিভিন্ন স্থানে জঙ্গি হামলার কারণে ভক্তদের মধ্যে কিছুটা শঙ্কা কাজ করছে। এ জন্য কামনা করেছেন পুলিশ প্রশাসনের সহযোগিতা।এদিকে দুর্গাপূজার আয়োজনে রাজবাড়ী জেলার মণ্ডপে মণ্ডপে চলছে দেবীর প্রতিমা ও মণ্ডপ তৈরির কাজ। প্রায় প্রস্তুত দেশের বিভিন্ন স্থানের মণ্ডপগুলো। দেবী দুর্গার আগমণ উপলক্ষে এই ব্যস্ততা চলবে শুক্রবার (৭ অক্টোবর) ষষ্ঠী পূজার আগ মুহূর্ত পর্যন্ত।

দুর্গাপূজার আয়োজনের ব্যাপারে অতিরিক্ত পুলিশ মোতায়েন করার ব্যাপারে বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাহিদুল ইসলাম (পিপিএম) জানান, বালিয়াকান্দিতে দুর্গাপূজার সবচেয়ে বড় আয়োজন হয় জামালপুরে। বালিয়াকান্দির ১৪৭টি পূজা মণ্ডপেই অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হবে।

Tag :

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

লেখক তথ্য সম্পর্কে

Meraj Gazi

জনপ্রিয় পোস্ট

রামকান্তুপুর ইউয়িনের মোহনশাহ’র বটতলার গোল চত্বর এর উদ্বোধন

প্রস্তুতিতেই আলোচিত বালিয়াকান্দির জামালপুরের ব্যতিক্রমী দুর্গাপূজার আয়োজন

আপডেটের সময় : ০৬:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ সেপ্টেম্বর ২০১৬

কাজী তানভীর মাহমুদ, রাজবাড়ী টুডে ডট কম: রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার আলোকদিয়া গ্রামে চলছে দুর্গাপূজার ব্যতিক্রমী আয়োজন। পুকুরের ওপরে বাঁশ দিয়ে তৈরি করা হচ্ছে বেশ বড় আকৃতির মন্দির। ২ মাস ধরে দিন-রাত পরিশ্রম করে মন্দিরটি তৈরি করছেন ২০ জন শিল্পী এবং শ্রমিক।

এ মন্দিরটিতে শুধু দুর্গাপূজাই হবে না, প্রদর্শিত হবে হিন্দু ধর্মের বিভিন্ন কাহিনি অবলম্বনে ১৫০টির বেশি দেব-দেবীর মূর্তি। এ ছাড়া নতুন প্রজন্মের মধ্যে ধর্মের জ্ঞান পরিপূর্ণ করতে তৈরি করা হচ্ছে স্বর্গ ও নরকের কল্পিত রূপ। যাতে ন্যায় ও অন্যায়ের ফলাফল মানুষ অনুধাবন করতে পারে। পাপের বোঝা কমাতে পারে।

received_126160897845805আয়োজকরা আশা করছেন, দেশের বিভিন্ন স্থান থেকে কয়েক লাখ মানুষ এ আয়োজন উপভোগ করবেন।

মন্দির তৈরির কারিগর নিতাই চন্দ্র বিশ্বাস জানান, পুকুরের পানির ওপর ৬০ ফুট উচ্চতায় ৬-৭ হাজার বাঁশ, কয়েক হাজার সিএফটি কাঠ, কয়েক মণ লোহা ব্যবহার করে তৈরি হচ্ছে ৬ তলাবিশিষ্ট মন্দির।রাজবাড়ী বালিয়াকান্দি গ্রাম জামালপুর দুর্গাপূজা উদযাপন কমিটির সভাপতি বিধান কুমার ভট্টাচার্য জানান, প্রতিবছরের মতো এবারও ব্যতিক্রমী আয়োজন করা হয়েছে জামালপুরে। মায়ের আগমনে ঘুচে যাবে সবার দুঃখ-বেদনা এমনটিই মনে করেন তিনি।

received_126160787845816

দেবী দুর্গার ভক্ত স্থানীয় বেনু বিশ্বাস বলেন, প্রায় দুই যুগ ধরে আয়োজিত বালিয়াকান্দির এই ব্যতিক্রমী দুর্গাপূর্জায় মায়ের সেবায় নিজেকে বিলিয়ে দেন ভক্তরা। ধর্ম-বর্ণনির্বিশেষে আনন্দ ভাগাভাগি করে নেন সব ধর্মের মানুষ।

বালিয়াকান্দির গ্রাম জামালপুর দুর্গাপূজা উদযাপন কমিটির প্রধান আয়োজক গোবিন্দ চন্দ্র বিশ্বাস বলেন, পূজা দেখতে দেশের বিভিন্ন স্থান থেকে কয়েক লাখ দেবী ভক্ত ও দর্শনার্থীরা উপস্থিত হবেন ব্যতিক্রমধর্মী এই পূজায়। তবে এবার দেশের বিভিন্ন স্থানে জঙ্গি হামলার কারণে ভক্তদের মধ্যে কিছুটা শঙ্কা কাজ করছে। এ জন্য কামনা করেছেন পুলিশ প্রশাসনের সহযোগিতা।এদিকে দুর্গাপূজার আয়োজনে রাজবাড়ী জেলার মণ্ডপে মণ্ডপে চলছে দেবীর প্রতিমা ও মণ্ডপ তৈরির কাজ। প্রায় প্রস্তুত দেশের বিভিন্ন স্থানের মণ্ডপগুলো। দেবী দুর্গার আগমণ উপলক্ষে এই ব্যস্ততা চলবে শুক্রবার (৭ অক্টোবর) ষষ্ঠী পূজার আগ মুহূর্ত পর্যন্ত।

দুর্গাপূজার আয়োজনের ব্যাপারে অতিরিক্ত পুলিশ মোতায়েন করার ব্যাপারে বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাহিদুল ইসলাম (পিপিএম) জানান, বালিয়াকান্দিতে দুর্গাপূজার সবচেয়ে বড় আয়োজন হয় জামালপুরে। বালিয়াকান্দির ১৪৭টি পূজা মণ্ডপেই অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হবে।