স্টাফ রিপোর্টার, রাজবাড়ী টুডে: রাজবাড়ীর সদর উপজেলার রামকান্তপুর ইউনিয়নের বড় মুরারীপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়রে শিক্ষার্থীদের জন্য ফ্রান্স প্রবাসী আশরাফুলের পক্ষ থেকে ৯টি খেলার সামগ্রী দেওয়া হয়েছে।
৩ সেপ্টেম্বর মঙ্গলবার বেলা ১২টায় রামকান্তপুর বড় মুরারীপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়রের প্রধান শিক্ষক মালেকা পারভিনের কাছে শিশুদের জন্য ৯টি খেলার সামগ্রী তুলে দেন মানবিক রাজবাড়ীর চেয়ারম্যান সাংবাদিক খন্দকার রবিউল ইসলাম। এসময় বিদ্যালয়ের সহকারী শিক্ষক মেরিনা বেগম, রেসমা বেগম ম্যানেজিং কমিটির সদস্য মোঃ ঈব্রাহিম মোল্লা, মানবিক রাজবাড়ীর সদস্য মোঃ অভি ইসলাম ইমন, ক্ষুদে চিত্রশিল্পী মোঃ রাফিদুল ইসলাম খান উপস্থিত ছিলেন।
বড় মুরারীপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়রের প্রধান শিক্ষক মালেকা পারভিন খেলার সামগ্রী পেয়ে প্রাবাসী আশরাফুল ইসলামকে আন্তরিক ভাবে ধন্যবাদ জানিয়ে বলেন এই প্রখম কেউ আমাদের স্কুলে শিশুদের জন্য কিছু খেলার সামগ্রী দিল। শুনেছি তিনি একজন বড় দানবির মানুষ সবসময় অসহায় মানুষের পাশে থেকে সহযোগিতা করেন।আমাদের স্কুলের বাচ্চাদের জন্য কোন খেলার মাঠ নেই। স্কুলের সামনেই যে টুকু যায়গা আছে তাকে খুব কষ্ট হয় ছাত্রছাত্রীদের। তাই আশরাফুল সাহেব যদি আমাদের স্কুলের মাঠটি বড় করার জন্য একটু জমি কিনে দিতেন তার কাছে চির কৃতজ্ঞ থাকতাম।
সাংবাদিক খন্দকার রবিউল ইসলাম বলেন, ফ্রান্স প্রবাসী আশরাফুল রামকান্তপুর স্কুলের এর একটি অনুষ্ঠানে বলেছিলেন শিক্ষার্থীদের খেলাধুলার জন্য কিছু খেলার সামগ্রী দিবেন। তার সেই প্রতিশ্রুতি অনুযায়ী ছোট্ট শিদের জন্য কিছু খেলার সামগ্রী দেওয়া হয়।