আব্দুল মতিন মোল্লা, রাজবাড়ী টুডেঃ রাজবাড়ী শহরের পৌর এলাকার এক শিক্ষার্থী এসএসসি পাস করেও টাকার অভাবে কলেজে ভর্তি হতে পারছিলনা। এই অসহায় শিক্ষার্থীর পাশে দাড়ালেন ফ্রান্স প্রবশী রাজবাড়ীর কৃতি সন্তান আশরাফুল ইসলাম।
জানা যায় ঐ শিক্ষার্থীর পরিবার কলেজে ভর্তির টাকা যোগার করতে পারছিল না। এমন সময় রাজবাড়ী ছাত্রলীগের এক নেতা ফ্রান্স প্রবাশী আশরাফুল ইসলামের কাছে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই শিক্ষর্থীর বিষয়ে জানায়। ফ্রান্স প্রাবাশী আশরাফুল ইসলাম, সামাজিক সংগঠন মানবিক রাজবাড়ীর চেয়ারম্যান সাংবাদিক খন্দকার রবিউল ইসলামকে টাকার অভাবে ভার্তি হতে না পারা শিক্ষার্থীর বিষয়ে খোজঁ নিয়ে ভর্তির করার ব্যবস্থারতে বলেন।
এবিষয়ে সাংবাদিক খন্দকার রবিউল ইসলাম বলেন, আশরাফুল ইসলাম একজন দানশীল ব্যাক্তি আমাকে ঐ শিক্ষার্থীর বিষয়ে খোজ নিয়ে তার ভর্তির জন্য ব্যবস্থা নিতে বলেন। পরে আমি ছাত্রলীগ নেতার সাথে কথা বলে খোজঁ নিয়ে বিষয়টি নিশ্চিত হয়। পরে তাদের ২৩জুলাই মঙ্গবার সকালে কলেজে আসতে বলি। ঐ শিক্ষার্থী ও তার ভাই দ্জুন বেলা ১২টায় রাজবাড়ী সরকারী আর্দশ মহিলা কলেজে আসলে অধ্যক্ষ দলীপ কুমার স্যারের সাথে বলে অসহায় ঐ শিক্ষার্থীকে ভর্তি করা হয়। এসময় দৈনিক বর্তমান পত্রিকার রাজবাড়ী প্রতিনিধি আব্দুল মতিন মোল্লা উপস্থিত ছিলেন।
রবিউল আরো বলেন, মানিক রাজবাড়ী নামে একটি সামাজিক সংগঠন খুব শীঘ্রই আতœপ্রকার করবে। মানবিক কাজ গুলো সঠিক ভাবে পরিচালনা করতে হলে একটি সংগঠনের বিশেষ প্রয়োজন হয়। অনেক ধরইে মানবিক রাজবাড়ী অনলাইন ভিত্তিক ভাবে কাজ করে আসছিল। তাই এই সংগঠনকে আরো গতি শিল করতে এবং অসহায় মানুষকে বেসি সেবা দেওয়ার লক্ষে (মানবিক রাজবাড়ী জন্ম)।