স্টাফ রিপোর্টার, রাজবাড়ী টুডে: আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিজ নির্বাচনী এলাকা গোপালগঞ্জের কোটালীপাড়ার জনসভা শেষে ১৩ ডিসেম্বর বৃহস্পতিবার রাজবাড়ীতে আসছেন। প্রধানমন্ত্রীর এমন আর্কষিক আগমনকে কেন্দ্র করে নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা সৃষ্টি হয়েছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচার শুরু করবেন। তবে কোটালীপাড়া উপজেলার জনসভাটিই তার নির্বাচনী প্রথম জনসভা।
১২ডিসেম্বর বুধবার দুপুর ২টা ৩০ মিনিটে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোটালীপাড়া উপজেলা সদরের শেখ লুৎফর রহমান আদর্শ সরকারি কলেজ মাঠে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির ভাষণ দেবেন।
প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব-১ কাজী নিশাত রসুল স্বাক্ষরিত গোপালগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ মোখলেসুর রহমান সরকারের কাছে পাঠানো এক ফ্যাক্স বার্তায় এ তথ্য জানা গেছে। পরে বৃহস্পতিবার সকাল ১০টায় প্রধানমন্ত্রী টুঙ্গিপাড়া থেকে সড়কপথে ঢাকার ফেরার পথে বেলা ১১টায় রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাটের ট্রাক টার্মিনাল এলাকায় জনসংযোগ করবেন।
রাজবাড়ীতে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে তার জনসভার নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন, আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীসহ গোয়েন্দা সংস্থার কর্মীরা কাজ করে যাচ্ছেন।
প্রধানমন্ত্রীর আগম উপলক্ষে গোয়ালন্দ উপজেলা হল রুমে এক প্রস্তুতিমূলক সভা করেছেন আইনশৃঙ্খলা বাহীনী ও দলের নেতাকর্মীরা । এ সময় জেলা প্রশাসক মো: শওকত আলী, পুলিশ সুপার আসমা সিদ্দিকা মিলি, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ও সংক্ষরিত মহিলা আসনের সংসদ সদস্য কামরুন নাহার চৈাধুরী লাভলী,জেলা আওয়ামিলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলী ,আওয়ামিলীগের সহ সভাপতি ফকির আঃ জব্বার প্রমুখ।