স্টাফ রিপোর্টার, রাজবাড়ী টুডে: আসন্ন পৌরসভার নির্বচনে ১নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী ফারুক হোসেন ব্যস্ত সময় পার করছেন প্রচার প্রচারণায়। আগামী ১৪ ফেব্রুয়ারী রাজবাড়ী পৌর সভা নির্বাচন অনুষ্ঠিত হবে।
আর এই নির্বাচনকে সামনে রেখে কাউন্সিলর পদপ্রার্থী ফারুক হোসেন চষে বেড়াচ্ছেন নির্বাচনী এলাকার মাঠ। যাচ্ছেন ভোটারদের বাড়ি বাড়ি দিচ্ছেন নানা প্রতিশ্রুতি, চাইছেন টেবিল ল্যাম্প মার্কায় ভোট।
ফারুক হোসেন তিনি এলাকায় সামাজিক কাজে সব সময় নিজেকে জড়িয়ে রাখার চেষ্টা করে আসছেন দীর্ঘদিন ধরে। গরীব দুঃখী মানুষের যে কোন সমস্যর কথা শুনলেই তিনি ছুটে যান সেখানে।তাকে সব সময় পাওয়া যায় গরীবের পাশে। তিনি ব্যাক্তিগত জিবনে একজন সফল বই ব্যবসায়ী।
ফারুক হোসেন বলেন, আমার নীজ এলাকা ১নং ওয়ার্ডবাসীর সেবা করার লক্ষ্যে, কাউন্সিলর পদপ্রার্থী হয়েছি।আমার পিতা মরহুম আবুল পাটালী একজন জনপ্রতিনিধি ছিলেন ১নং ওয়ার্ডের মানুষের সেবা করেছেন দীর্ঘদিন।আমিও আমার পিতার মত এই এলাকার মানুষের সুখে দুঃখে পাশে থাকতে চাই।তিনি আরো বলেন আমি নির্বাচিত হলে শিক্ষার সম্প্রসারণ, নাগরিক সুবিধা সুনিশ্চিত করণসহ যে কোন বিষয়ে আমি সকলের পাশে থাকো।আমার মার্কা টেবিল ল্যাম্প আসছে আগামী ১৪ ফেব্রুয়ারি ২০২১, সালের টেবিল ল্যাম্প মার্কায় ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করে ওয়ার্ডবাসীর একটি আধুনিক ওয়ার্ড ও মেহনতী অসহায় মানুষের পাশে থেকে তাদের সেবা করার সুযোগ করে দিবে।