সোহানুর রহমান সাখাওয়াত, রাজবাড়ী টুডেঃ মুসলমানদের অন্যতম বৃহত্তম ধর্মীয় উৎসব পবিত্র ঈদ-উল-ফিতর-২২ উপলক্ষে রাজবাড়ী জেলার তথা বিশ্বের সমগ্র মুসলিম উম্মাহকে যুবলীগের সকল নেতাকর্মী ও পৌরবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন রাজবাড়ী জেলা যুবলীগের সভাপতি পদপ্রার্থী মোঃ নুরজ্জামান মিয়া সোহেল রানা।
তিনি বলেন, প্রতি বছর ঈদ বয়ে আনে খুশির বার্তা, গতদুইবছল দেশে মহামারী নোভেল করোনার ভাইরাসের (কোভিড-১৯) প্রভাবে সমগ্র দেশের মানুষ ঈদের আনন্দ করতে পারেনি।এবার সবাই পরিবার পরিজন নিয়ে ঈদ করতে পারে সে জন্য মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি।
মহান আল্লাহ রাব্বুল আলামীনের কাছে শুকরিয়া আদায় করি এই করোনা ভাইরাস থেকে আমাদের রক্ষা করেছেন।তিনি বাংলাদেশের সমগ্র মানুষের আশ্রয়স্থল বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু এবং সুস্থতা কামনা করেন।
তিনি আরো বলেন,‘ঈদ সব শ্রেণী-পেশার মানুষের মধ্যে গড়ে তোলে সৌহার্দ্য, সম্প্রীতি ও ঐক্যের বন্ধন। এদিন ধনী-গরীব, আশরাফ-আতরাফ নির্বিশেষে সবাই এক কাতারে শামিল হন এবং ঈদের আনন্দকে ভাগাভাগি করে নেন।
শান্তিপূর্ণ ও সৌহার্দ্যময় সমাজ গঠনে ঈদুল ফিতরের আবেদন তাই চিরন্তন। কিন্তু গত দুই বছর আমাদের অন্যরকম এক শিক্ষা দিয়ে গেছে মহামারি ভাইরাস। তিনি আসন্ন ঈদে করোনা ভাইরাস প্রতিরোধে ঈদের জামায়াত আয়োজনের ক্ষেত্রে সরকারের দেওয়া শর্ত সমুহ মেনে চলতে সবার প্রতি আহবান জানান।
শর্তগুলো হচ্ছে, ঈদ জামাতের সময় মসজিদে কার্পেট বিছানো যাবে না। নামাজের আগে সম্পূর্ণ মসজিদ জীবাণুনাশক দিয়ে পরিষ্কার করতে হবে। সবাই নিজ নিজ টুপি ও জায়নামাজ নিয়ে বাসা থেকে ওজু করে মাস্ক পড়ে মসজিদে যাবেন। মসজিদের প্রবেশদ্বারে হ্যান্ড স্যানিটাইজার অথবা হাত ধোয়ার ব্যবস্থাসহ সবান-পানি রাখতে হবে।
নামাজের সময় কাতারে দাঁড়ানোর ক্ষেত্রে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্য বিধি অনুসরণ করে দাঁড়াতে হবে; এক কাতার অন্তর অন্তর কাতার করতে হবে। শিশু, বয়োবৃদ্ধ, যে কোনো অসুস্থ ব্যক্তি এবং অসুস্থদের সেবায় নিয়োজিত ব্যক্তিরা জামাতে অংশ নিতে পারবেন না। আর এসব শর্ত অমান্য করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।