স্টাফ রিপোর্টার, রাজবাড়ী টুডেঃ রাজবাড়ীতে হারানো মোবাইল ফোন ফিরে পেয়েছেন ২২জন ফোন মালিক। হারানো ফোন ফিরে পেয়ে আনন্দে আত্মহারা হয়ে পরেছেন ফোন মালিকরা। ফোন ফিরে পাওয়ায় ফোনের মালিকরা যেন হারানো মানকি ফিরে পেয়েছেন।
সোমবার দুপুরে রাজবাড়ীর পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে হারিয়ে যাওয়া ২২টি মোবাইল ফোন মালিকদেরে কাছে বুঝিয়ে দেন রাজবাড়ীর পুলিশ সুপার এমএম শাকিলজ্জামান।
হারানো মোবাইল ফোনটি ফিরে পেয়ে এক নারী জানান, গত বছরের ১৪ নভে¦র ২০২০ সালে আমার মোবাইল ফোনটি হারিয়ে যায়। এরপর থানায় একটি জিডি করা হয়। অনেক দিন পরে হলেও প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে আমার ফোনটি পুলিশ উদ্ধার করে দিয়েছে। তিনি আরো বলেন, পুলিশের প্রতি আমার যে আস্তা ছিল ফোনটি পেয়ে পুলিশের প্রতি আরো আস্থা বেড়ে গেলো ।
এসময় উপস্থিত সাংবাদিকদের মাঝে করোনা প্রতিরোধ সামগ্রী হ্যান্ড স্যানিটাইজার, মাস্ক বিতরণ করা হয়। এরপর রাজবাড়ী পৌর এলাকার বড়পুল মোড়ের পাশে সজ্জনকান্দা এলাকায় পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান বিট পুলিশিং এর স্টিকার মানুষের ঘরে ঘরে লাগিয়ে দেন।
উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার মো: সালাউদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার সদর (সার্কেল)
শেখ শরীফ-উজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার হেটকোয়াটার আনিসউজ্জামন, সহকারী পুলিশ সুপার (পাংশা সার্কেল) সুমন কুমার সাহা, ডি আই ওয়ান মোঃ সাইদুর রহমান, সদর থানার ওসি মোঃ শাহাদত হোসেন, গোয়ালন্দ থানার ওসি আব্দুল্লাহ আল তায়াবির, কালুখালি থানার ওসি মোঃ নাজমুল হাসান, পাংশা থানার ওসি মোহাম্মদ মাসুদুর রহমান, বালিয়াকান্দি থানার ওসি তারিকুজ্জামান, প্রেসক্লাবের সহসভাপতি কাজী আব্দল কুদ্দুস বাবু, দৈনিক শেয়ার বিজ ও বাংলাদেশ পোষ্ট এর জেলা প্রতিনিধি রবিউল ইসলাম খন্দকার সহ বিভিন্ন গণমাধ্যমকর্মীরা।