স্টাফ রিপোর্টার, রাজবাড়ী টুডে: পুলিশ সাপ্তাহ-২০১৯ এ ‘প্রেসিডেন্ট পুলিশ মডেল “পিপিএম” পাওয়া ও অবৈধ অস্ত্র উদ্ধারে গ বিভাগে দেশ সেরা হওয়ায় সহকর্মীদের ফুলের শুভেচ্ছায় সিক্ত হলেন রাজবাড়ীর পুলিশ সুপার আসমা সিদ্দিকা মিলি বিপিএম,পিপিএমকে জেলা পুলিশের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন তার সহকর্মীরা।
১১ ফেব্রুয়ারী ঢাকা থেকে ফেরার পথে সোমবার সকালে পুলিশ সুপারকে প্রথমে দৌলতদিয়া ঘটে ফুলেল শুভেচ্ছা জানান তার সহকর্মীরা।পরে বিকালে রাজবাড়ী পুলিশ সুপারের কার্যালয়ে একে এক ফুলেল শুভেচ্ছা জানান রজবাড়ীর পুলিশের বিভিন্ন ইউনিটের কর্মকর্তাগণ।
ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ রাকিব খান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) রেজাউল করিম, অতিরিক্ত পুলিশ সুপার (পাংশা সার্কেল) ফজলুল করিম, সহকারী পুলিশ সুপার লাবিব আব্দুল্লাহ, ডিআইও ওয়ান মির্জা আবুল কালাম, টিআই নাজমুল, রাজবাড়ী থানার ওসি স্বপন কুমার মজুমদার, পাংশা থানার ওসি আহসানুল্লাহ, জেলা গোয়েন্দা শাখার ওসি কামাল হোসেন ভুইয়াসহ জেলা পুলিশের উদ্ধর্তন কর্মকর্তারা।
রাজবাড়ী পুলিশ সুপার বলেন বলেন, ভালো কাজ করেল ভালো ফল পাওয়া যায় এই পদক তার প্রমাণ। আমরা ভালো কাজরে স্বীকৃতি সরুপ এই পদক পেয়েছি। অস্ত্র উদ্ধারে দেশ সেরা হয়েছি। কাজের স্বীকৃতি পেলে কাজের গতি বাড়ে। আরো কাজ করতে ইচ্ছে করে। তিনি বলেন আজ যে সম্মান পেয়েছি এ সম্মান আমার কৃতিত্ব আমার একার নয়। এর কৃতিত্ব রাজবাড়ী জেলার সকল পুলিশ সদস্যের।
সবাই মিলে কাজ করেছে বলেই আজ এই সম্মান পেয়েছি। তাই এই পদক এ সম্মান আমি সকল পুলিশ সদস্যের জন্য উৎসর্গ করলাম।অবৈধ অস্ত্র উদ্ধারে গ বিভাগে দেশ সেরা হয়েছি। কারন আমার নির্দেশ এ ৫ থানা ও ডিবি পুলিশের সকল পুলিশ অফিসার ও পুলিশ সদস্যরা দিন রাত এক কর, অবৈধ অস্ত্র উদ্ধার করেছে বলেই আজ দেশ সেরা হয়েছি।তাই এই কৃতিত্ব সকল পুলিশ সদস্যের।আশা করি আগামীতে আরো ভালো কাজ করেব সকল পুলিশ সদস্যরা।