স্টাফ রিপোর্টার, রাজবাড়ী টুডে: পাবনা জেলার আমিনপুর উপজেলার সাগরকান্দি এলাকা থেকে মাদকদ্রব্য আইনের মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামীকে গ্রেফতার করেছে রাজবাড়ী থানা পুলিশ।
গত ১০মার্চ রাত সাড়ে ৮টার দিকে ঘটিকার সময় রাজবাড়ী পুলিশের একটি টিম বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে।
রাজবাড়ী পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান সার্বিক নির্দেশনায় এবং রাজবাড়ী থানার অফিসার ইনচার্জ জনাব স্বপন কুমার মজুমজার সার্বিক তত্বাবধানে এস আই হিরন কুমার বিশ্বাস সংগীয় এস আই মোঃ হোসাইন শেখ পাবনা জেলার আমিনপুর থানার সাগরকান্দি এলাকা থেকে ( আমিনপুর) জি, আর মামলা নং-২২৬/১৮ মামলার ০৬(ছয়) মাসের সশ্রম কারাদন্ড প্রাপ্ত পলাতক আসামী রাজু আহম্মেদ (৪০)কে গ্রেফতার করা হয়।
আটককৃত আসামী রাজু আহাম্মেদ বিনোদপুর লোকসেড এলাকার মৃত দরবেশ খাঁর ছেলে।
সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালত নং-০২,পাবনা এর বিজ্ঞ বিচারক গত ০৭/১১/২০২০ খ্রিঃ তারিখে অত্র মামলার রায় ঘোষনা করেন।রায় ঘোষনা হবার পর থেকেই উক্ত আসামী পলাতক ছিল।উক্ত আসামীর বিরুদ্ধে আরো একাধীক মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন আছে।