পাংশা প্রতিনিধি, সৈকত শতদল: রাজবাড়ীর পাংশায় রবিবার ২ সেপ্টেম্বর শ্রীকৃষ্ণের ৫২৪৪ তম জন্মাষ্টমী উৎসব পালিত হয়েছে।
এ উপলক্ষে একটি বণাঢ্য র্যালী বের করা হয়। র্যালি শেষে পাংশা আদি মহাশ্মশানে পূজা ও কীর্ত্তণ এবং উপস্থিত কয়েক হাজার ভক্তবৃন্দের মাঝে প্রসাদ বিতরনের মধ্য দিয়ে কর্মসূচি সমাপ্ত করা হয়।
পাংশা উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ও বাংলাদেশ স্ট্যাম্প ভেন্ডার সমিতির কেন্দ্রীয় সভাপতি সুব্রত কুমার দাস সাগরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজবাড়ী ২ আসনের সংসদ সদস্য মোঃ জিল্লুল হাকিম ,বিশেষ অতিথি ছিলেন পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম, পৌর মেয়র আব্দুল আল মাসুদ, পাংশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আহসান উল্লাহ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি একেএম শফিকুল মুর্শেদ আরজ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান হাসান আলী বিশ্বাস, উপজেলা পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি রোটারিয়ান ভজ গোবিন্দ দে, সাধারণ সম্পাদক নির্মল কুমার কুন্ডু, লোকনাথ সেবা সংঘের সভাপতি বাবুল চৌধুরী, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি ও জেলা পরিষদ সদস্য উত্তম কুমার কুন্ড প্রমুখ।
পাংশা উপজেলার বিভিন্ন ইউপি থেকে শ্রীকৃষ্ণ ভক্তবৃন্দ র্যালিতে অংশগ্রহন করে। র্যালিটি পাংশা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে পাংশা আদি মহাশ্মশানে এসে শেষ হয়। সভাপতি উপস্তিত সবাইকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠান সমাপ্ত করেন।