মোঃ শামীম হোসেন॥ পাংশা প্রতিনিধি, রাজবাড়ী টুডে: রাজবাড়ীর পাংশা উপজেলায় বিষ পানের ৫ দিন পর আলিম জোয়ার্দার (৩২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
নিহত আলিম উপজেলার কশবামাজাইল ইউনিয়নের সুবর্নখোলা গ্রামের মসলেম উদ্দিন জোয়ার্দারের ছেলে।
এলাকাবাসী সুত্রে জানা যায়, আলিম জোয়ার্দার সংসারের কোন কাজ না করে বভো ঘুড়ের মত ঘুড়ে বেড়ায়। সংসারে কাজ করানোর জন্য তার মা আকবর জোয়ার্দারের ২ ছেলে ফারুক জোয়ার্দার, আবু জাফর জোয়ার্দার ও আর একজন রিয়াজুল জোয়ার্দারকে দিয়ে আলিমকে শাসন স্বরুপ বেশ কয়েকবার মারপিট করায়। এতে সে মনের কষ্টে বিষ পান করে।
পরে আলিমকে উদ্ধার করে প্রথমে পাংশা হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু আলিমের শারিরীক অবস্থ্যর উন্নতি না হাওয়ায় ঐ দিনই কুষ্টিয়ার সদর হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাদীন অবস্থায় গত ২৫ আগষ্ট মঙ্গলবার রাতে মারা যান তিনি।
এ ব্যপারে কশবামাজাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামানের সাথে কথা হলে তিনি জানান আলিম জোয়ার্দার ঘর সংসারে কোন কাজ কর্ম না করায় চাচাতো ভাইয়েরা শাসন করা স্বরুপ ২/১টা চর থাফ্ফর দেওয়ায় সে মনের কষ্টে বিষ পান করে।
সর্বশেষে পাংশা থানা অফিসার ইনর্চাজ মোঃ শাহাদাত হোসেনের সাথে কথা হলে তিনি জানান, যে হেতু আলিম জোয়ার্দার কুষ্টিয়া সদর হাসপাতালে চিকিসাধীন অবস্থায় মারা গেছে, সে কারনে কুষ্টিয়া থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।