পাংশা প্রতিনিধি, রাজবাড়ী টুডে: রাজবাড়ীর পাংশা উপজেলার যশাই ইউনিয়নের পূর্ব বালে গ্রামে বিদ্যুৎপৃষ্ট হয়ে একই পরিবারের ২জনসহ ৩ জন নিহত হয়েছে। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন।
জানাগেছে ২৮ অক্টোবর সোমবার বিকাল ৩টার দিকে পূর্ব বালে গ্রামের হোসেন আলী প্রামানিকের পুকুরে গোসল করতে নিমেছিল একই গ্রামের আলম শেখের স্ত্রী জাহানারা বেগম (৫০),তার নাতি মিঠু শেখের মেয়ে মিথিলা (১৩) ও একই গ্রামের সাল্লেক মোল্লার মেয়ে শিউলী (১২) হটাৎ পুকুরে পল্লী বিদ্যুৎ এর তার ছিড়ে পড়ে পুকুরে এসময় তারা বিদ্যুৎ তারিত হয়।
পরে সময় স্থানীয়রা তাদের উর্দ্ধার করে পাংশা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষনা করে। স্থানীয় এলাকাবাসী সুত্রে জানাগেছে ওই এলাকার বাবু নামের এক ব্যাক্তির দুলাল নামের এক শ্রমিক গাছ কাটতে যায় এ সময় কাটা গাছ বিদ্যুৎ এর তারের উপর পড়লে তার ছিড়ে এ দুর্ঘটনা ঘটেছে।
এ ঘটনায় ওই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। সংবাদ পেয়ে পাংশা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রফিকুল ইসলাম,পাংশা উপজেলা চেয়ারম্যান মোঃ ফরিদ হাসান ওদুদ,সহকারী পুলিশ সুপার (পাংশা সার্কেল) মোঃ লাবীব আব্দুল্লাহ,পল্লী বিদ্যুৎ এর ডিজিএম,পাংশা মডেল থানার ইন্সেপেক্টর (তদন্ত) জে,ও,এম তৌফিক আজম, যশাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক মোঃ সিদ্দিকুর রহমান ঘটনাস্থল পরিদর্শন কালে শোকহাত পরিবারের প্রতি সমবেদনা জানান। এ সংবাদ লেখা কালীন থানা পুলিশ ঘটনাস্থলে রয়েছে বলে জানাগেছে।