রাজবাড়ী প্রতিনিধি, রাজবাড়ী টুডেঃ আসন্ন ঈদুল আযহা উপলক্ষে রাজবাড়ী সদর উপজেলার পাচুরিয়া ইউনিয়নে অসহায় গরীব- দুঃস্থদের মাঝে চাউল বিতরণ করা করেছে শিক্ষা প্রতিমন্ত্রী।
১৯ আগস্ট আজ রবিবার দুপুরে প্রধান অতিথি হিসেবে এ চাউল বিতরণ করেন, শিক্ষা প্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য কাজী কেরামত আলী।
এ সময় প্রতিমন্ত্রীর সহধর্মিণী রেবেকা খান ও পাচুরিয়া ইউনিয়নের চেয়ারম্যান কাজী আলমগীর হোসেন, সদর উপজেলা আওয়ামিলীগের সহ-স্বভাপতি আঃ ছালাম মিলন উপস্থিত ছিলেন। এ সময় ভিজিএফ কার্ডধারীদের মাঝে ২০ কেজি করে মোট এখাজার ২২ জন কে বিজিএফ এর চাল বিতরণ করা হয়।