স্টাফ রিপোর্টার রাজবাড়ী টুডে: প্রিয় নবী হযরত মুহাম্মদ (সা.)-এর দৌহিত্র হযরত ইমাম হোসাইন (রা.)-এর শাহাদাত বার্ষিকী পবিত্র আশুরা উপলক্ষে রাজবাড়ীতে প্রতি বছরের ন্যায় এবারও বিশাল শোক মিছিল অনুষ্ঠিত হয়েছে।
১০ সেপ্টেম্বর বুধবার সকাল ১০ টায় রাজবাড়ী আঞ্জুমান-ই-কাদেরিয়ার উদ্যোগে জেলা শহরের খানকা শরীফ মসজিদ (বড় মসজিদ) প্রাঙ্গণ থেকে ৪০হাজার মানুষের একটি বিশাল শোক মিছিল বের করা হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে আবার বড়সজিদে এসে শেষ হয়।
রাজবাড়ী আঞ্জুমান-ই-কাদেরিয়ার সভাপতি কাজী ইরাদত আলীর নেতৃত্বে অনুষ্ঠিত শোক মিছিলে সদর রাজবাড়ীর পার্শ্ববর্তী ৬/৭ টি জেলার প্রায় ৪০ হাজার ধর্মপ্রাণ মুসলমান অংশগ্রহণ করেন।
শোক মিছিল শেষে খানকা শরীফ মসজিদে (বড় মসজিদ) হযরত ইমাম হোসাইন (রা.)সহ কারবালা প্রান্তরে ইয়াজিদ বাহিনীর হাতে শাহাদাৎ বরণকারী সকলের রুহের মাগফেরাত কামনা করে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
রাজবাড়ী আঞ্জুমান-ই-কাদেরিয়ার সভাপতি কাজী ইরাদত আলী জানান, ‘পবিত্র আশুরা উপলক্ষ্যে রাজবাড়ী আঞ্জুমান-ই-কাদেরিয়ার উদ্যোগে প্রতি বছরই বিশাল শোক মিছিল বের করা হয়। এ মিছিলে রাজবাড়ীর পার্শ্ববর্তী কয়েকটি জেলার বিপুল সংখ্যক ধর্মপ্রাণ মুসল্লী অংশগ্রহণ করে। আশুরা উপলক্ষ্যে এটিই দেশের সর্ববৃহৎ শোক মিছিল।
এছাড়া, একই সময়ে আঞ্জুমান-ই-কাদেরিয়া পরিচালিত জেলার দৌলতদিয়া খানকা শরীফ থেকেও একটি শোক মিছিল বের করা হয়। এতে খানকা শরীফের কয়েক হাজার মুরিদান অংশগ্রহণ করেন। পরে সেখানেও মিলাদ-মাহফিল অনুষ্ঠিত হয়।