স্টাফ রিপোর্টার, রাজবাড়ী টুডে: কনস্ট্রাকশন, ইন্ডেন্টিং, আমদানি রপ্তানি কারক, পরিবেশক ও সরবরাহকারী ব্যবসার লক্ষ নিয়ে রাজবাড়ীতে পদ্মা গ্রুপের যাত্রা শুরু।
১২ জানুয়ারী রোববার বিকালে পৌর মিলিনিয়াম মার্কেটের দ্বিতীয় তলায় পদ্মা গ্রুপের উদ্বোধন করনে প্রধান অতিথি পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান পিপিএম।
এসময় পদ্মা গ্রুপ ইন্টারন্যাশনালের স্বত্ত্বাধিকারী মোঃ আশরাফুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পৌর মেয়র মহম্মদ আলী চৌধুরী। আরো উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সাংগনিক সম্পাদক অসীম কুমার পাল, জেলা জাতীয় পার্টির সভাপতি খন্দকার হাবিবুর রহমান বাচ্চু, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি স্বপন মজুমদার, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপিত হাফিজুর রহমান হাফিজ, সাধারন সম্পাদক আনিছুর রহমান আনিছ, সাধারন সম্পাদক মোকছেদুর রহমান মোমিন প্রমূখ। উদ্বোধন ও আলোচনা সভা শেষে পদ্মা দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
পদ্মা গ্রুপ ইন্টারন্যাশনালের স্বত্ত্বাধিকারী প্রবাসী মোঃ আশরাফুল ইসলাম বলেন, কনস্ট্রাকশন, ইন্ডেন্টিং, আমদানি রপ্তানি কারক, পরিবেশক ও সরবরাহকারীর লক্ষ নিয়ে রাজবাড়ীতে পদ্মা গ্রুপ ইন্টারন্যাশরালের আজ উদ্বোধন করা হয়েছে। এছাড়া ফ্রান্স ও ঢাকায় শাখা অফিস খোলা হবে। এ জন্য সবার সহযোগীতা কামনা করেন।