স্টাফ রিপোর্টার, রাজবাড়ী টুডে: রাজবাড়ীতে পদ্মার ভাঙন অব্যহত রয়েছে।আজও পদ্মার করালগ্রাসে নদীর ডান তীর প্রতিরক্ষা প্রকল্পের সিসি ব্লক সহ ৬০ মিটার এলাকা নদী গর্ভে বিলীন হয়েছে। ভাঙনে হুমকির মুখে রয়েছে বসতভিটা, মসজিদ সহ রাজবাড়ী শহর রক্ষা বাঁধ। সোমবার (১ নভেম্বর) সকাল ১১ টার দিকে শহরের ৯ নং ওয়ার্ড গোদারবাজার এলাকায় এ ভাঙন দেখা দেয়।
সরেজমিনে ভাঙন এলাকায় গিয়ে দেখা যায়,পদ্মার তান্ডবে ৬০ মিটার এলাকা নদী গর্ভে বিলীন হয়ে গেছে।ভাঙনের স্থান থেকে শহর রক্ষা বেড়িবাঁধের দূরত্ব মাত্র ১৫ মিটার। ভাঙনের স্থানে জরুরী ভিত্তিতে বালু ভর্তি জিও ব্যাগ ও টিউব ব্যাগ ফেলতে দেখা গেছে পানি উন্নয়ন বোর্ডের ঠিকাদারদের।পাশাপাশি আশেপাশের মানুষজন যে যার মতোন তাদের বাড়িঘর ভেঙে অন্যস্থানে সরিয়ে নিচ্ছে।
জানা গেছে,৩৭৬ কোটি টাকা ব্যয়ে রাজবাড়ী পদ্মা নদীর ডানতীর প্রতিরক্ষা প্রকল্পের ফেজ-২ এর সাড়ে ৪ কিলোমিটার নতুন ও ফেজ-১ এর সংশোধিত আড়াই কিলোমিটারসহ মোট ৭ কিলোমিটার নদী তীর রক্ষা বাঁধের কাজ চলতি বছরের জুনে শেষ হয়। তবে জুলাই মাসের মাঝামাঝি থেকে শুরু হয় ভাঙন। ফলে এখন পর্যন্ত নতুন ও সংশোধিত প্রকল্প দুটির প্রায় ২০টি স্থানে প্রায় ১৩শত মিটার এলাকার সিসি ব্লক নদীতে বিলীন হয়েছে। ভাঙনে ক্ষতিগ্রস্ত হয়েছে স্কুল,মসজিদ, বসতবাড়িসহ নানা স্থাপনা।
স্থানীয় বাসিন্দা কাশেম মন্ডল বলেন, আজকে সকালে হঠাৎ নদী ভাঙন শুরু হলে মুহুর্তে ৬০ মিটার এলাকা নদী গর্ভে বিলীন হয়। দুপুর পর্যন্ত থেকে থেকে ভাঙন চলতে থাকে। ভাঙনে আমার বসতভিটা ক্ষতিগ্রস্ত হয়।এখন আমি আমার ঘর ভেঙে অন্য জায়গায় সরিয়ে নিয়ে যাচ্ছি।ভাঙনে ক্ষতিগ্রস্ত ও স্থানীয় একাধিক বাসিন্দা অভিযোগ করে জানান,কাজে অনিয়ম ও দূর্নীতির কারণে আজ রাজবাড়ী শহর রক্ষা বাঁধ হুমকির মুখে।এখন থেকেই কাজ শুরু না করলে যে কোন মুহুর্তে ভাঙন শহর রক্ষা বাঁধ ছুয়ে ফেলবে।
রাজবাড়ী পানি উন্নয়ন বোর্ড (পাউবোর) নির্বাহী প্রকৌশলী আবদুল বলেন, গত জুলাই মাসের ২৬ তারিখ থেকে নদী ভাঙ্গন শুরু হয়।২৬/০৭/২০২১ থেকে এ পর্যন্ত এক লক্ষ ৩৩হাজার জিও ব্যাগ ফেলা হয়েছে।নতুন করে পদ্মার ভাঙনে আজ ৬০ মিটার এলাকা নদী গর্ভে বিলীন হয়ছে।ভাঙন ঠেকাতে জরুরি ভিত্তিতে জিও ব্যাগ ফেলানো হচ্ছে। পানি কমে যাওয়ায় তীব্র স্রোতের কারনে সিসি ব্লকের নিচের বেড ম্যাটেরিয়াল সরে গিয়ে এ ভাঙন দেখা দেয়।