1. [email protected] : editor : Meraj Gazi
  2. [email protected] : admin :
  3. [email protected] : zeus :
মঙ্গলবার, ২৮ জুন ২০২২, ০৪:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজবাড়ীতে বড় পর্দায় দেখানো হবে পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠান বর্নাঢ্য আয়োজনে জেলা আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালন বিদেশী পিস্তলসহ সন্ত্রাসী দুল্লা গ্রেফতার গ্লোবাল টেলিভিশন ভবনে সাংবাদিকদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানব বন্ধন বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত রাজবাড়ী সদরে ১০ কৃষক পেলো পাওয়ার টিলার চালিত সিডার সদর উপজেলা মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভা মিথ্যা মামলা প্রত্যাহার ও রাজবাড়ী ইসকন মন্দিরের প্রবেশ পথ খুলে দেওয়ার দাবিতে সাংবাদিক সম্মেলন সীতাকুণ্ডে বিস্ফোরণে আহতদের পাশে সংগীত শিল্পী ফারদিন পাংশায় স্বপরিবারে হত্যার উদ্যেশ্যে গভীর রতে বসত ঘরে অগ্নিসংযোগ

পদ্মার ভাঙনে দিশেহারা নদীপারের মানুষ

নিউজ ডেস্ক
  • প্রকাশিত : সোমবার, ১ নভেম্বর, ২০২১
  • ১৩২ পঠিত

স্টাফ রিপোর্টার, রাজবাড়ী টুডে: রাজবাড়ীতে পদ্মার ভাঙন অব্যহত রয়েছে।আজও পদ্মার করালগ্রাসে নদীর ডান তীর প্রতিরক্ষা প্রকল্পের সিসি ব্লক সহ ৬০ মিটার এলাকা নদী গর্ভে বিলীন হয়েছে। ভাঙনে হুমকির মুখে রয়েছে বসতভিটা, মসজিদ সহ রাজবাড়ী শহর রক্ষা বাঁধ। সোমবার (১ নভেম্বর) সকাল ১১ টার দিকে শহরের ৯ নং ওয়ার্ড গোদারবাজার এলাকায় এ ভাঙন দেখা দেয়।

সরেজমিনে ভাঙন এলাকায় গিয়ে দেখা যায়,পদ্মার তান্ডবে ৬০ মিটার এলাকা নদী গর্ভে বিলীন হয়ে গেছে।ভাঙনের স্থান থেকে শহর রক্ষা বেড়িবাঁধের দূরত্ব মাত্র ১৫ মিটার। ভাঙনের স্থানে জরুরী ভিত্তিতে বালু ভর্তি জিও ব্যাগ ও টিউব ব্যাগ ফেলতে দেখা গেছে পানি উন্নয়ন বোর্ডের ঠিকাদারদের।পাশাপাশি আশেপাশের মানুষজন যে যার মতোন তাদের বাড়িঘর ভেঙে অন্যস্থানে সরিয়ে নিচ্ছে।

জানা গেছে,৩৭৬ কোটি টাকা ব্যয়ে রাজবাড়ী পদ্মা নদীর ডানতীর প্রতিরক্ষা প্রকল্পের ফেজ-২ এর সাড়ে ৪ কিলোমিটার নতুন ও ফেজ-১ এর সংশোধিত আড়াই কিলোমিটারসহ মোট ৭ কিলোমিটার নদী তীর রক্ষা বাঁধের কাজ চলতি বছরের জুনে শেষ হয়। তবে জুলাই মাসের মাঝামাঝি থেকে শুরু হয় ভাঙন। ফলে এখন পর্যন্ত নতুন ও সংশোধিত প্রকল্প দুটির প্রায় ২০টি স্থানে প্রায় ১৩শত মিটার এলাকার সিসি ব্লক নদীতে বিলীন হয়েছে। ভাঙনে ক্ষতিগ্রস্ত হয়েছে স্কুল,মসজিদ, বসতবাড়িসহ নানা স্থাপনা।

স্থানীয় বাসিন্দা কাশেম মন্ডল বলেন, আজকে সকালে হঠাৎ নদী ভাঙন শুরু হলে মুহুর্তে ৬০ মিটার এলাকা নদী গর্ভে বিলীন হয়। দুপুর পর্যন্ত থেকে থেকে ভাঙন চলতে থাকে। ভাঙনে আমার বসতভিটা ক্ষতিগ্রস্ত হয়।এখন আমি আমার ঘর ভেঙে অন্য জায়গায় সরিয়ে নিয়ে যাচ্ছি।ভাঙনে ক্ষতিগ্রস্ত ও স্থানীয় একাধিক বাসিন্দা অভিযোগ করে জানান,কাজে অনিয়ম ও দূর্নীতির কারণে আজ রাজবাড়ী শহর রক্ষা বাঁধ হুমকির মুখে।এখন থেকেই কাজ শুরু না করলে যে কোন মুহুর্তে ভাঙন শহর রক্ষা বাঁধ ছুয়ে ফেলবে।

রাজবাড়ী পানি উন্নয়ন বোর্ড (পাউবোর) নির্বাহী প্রকৌশলী আবদুল বলেন, গত জুলাই মাসের ২৬ তারিখ থেকে নদী ভাঙ্গন শুরু হয়।২৬/০৭/২০২১ থেকে এ পর্যন্ত এক লক্ষ ৩৩হাজার জিও ব্যাগ ফেলা হয়েছে।নতুন করে পদ্মার ভাঙনে আজ ৬০ মিটার এলাকা নদী গর্ভে বিলীন হয়ছে।ভাঙন ঠেকাতে জরুরি ভিত্তিতে জিও ব্যাগ ফেলানো হচ্ছে। পানি কমে যাওয়ায় তীব্র স্রোতের কারনে সিসি ব্লকের নিচের বেড ম্যাটেরিয়াল সরে গিয়ে এ ভাঙন দেখা দেয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

এই জাতীয় আরো খবর
June 2022
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© All rights reserved © 2013 Todaybangla24
Theme Customized BY LatestNews