স্টাফ রিপোর্টার, রাজবাড়ী টুডে:”প্রজন্ম থেকে প্রজন্মান্তরে নৌকা বাংলার ঘরে ঘরে “এই স্লোগানে সামনে রেখে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী মোহাম্মদ আলী চৌধুরী সাথে ব্যবসায়ীদের মতবিনিময় সভায় এ কথা বলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলী।
২৭জানুয়ারী বুধবার রাত ৮টায় পৌর মিলিনিয়াম মার্কেট এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্যে রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলী বলেছেন নৌকা হচ্ছে, বঙ্গবন্ধুর মার্কা,শেখ হাসিনার মার্কা, নৌকা হলো বাঙ্গালি জাতীর হৃদয়ের মার্কা, উন্নয়নের মার্কা, তাই কেউ নৌকার সাথে বেইমানি করবেন না। উন্নয়ন কে করে দিবে? নেত্রী করে দিবে কারণ আপনারা নৌকাকে বিজয় করেছেন সেই জন্য।তিনি আরো বলেন আগামী ১৪ফেব্রুয়ারী ভালোবাসা দিবস তাই সকলেই ভালো বেসে নৌকা প্রতিকে ভোট দিয়ে জননেত্রী শেখ হাসিনার মনোনিত প্রার্থীকে বিজয়ী করবেন।
আওয়ামী লীগের মনোনিত প্রার্থী বর্তমান মেয়র মোহাম্মদ আলী চৌধুরী তার বক্তব্যে বলেন, মাননীয় প্রধানমন্ত্রী আমাকে ৫বার দলীয় মনোনয়ন দিয়েছেন আপনারা আমাকে দুইবার আমাকে মেয়র নির্বাচিত করেছেন।তাই আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ।নেত্রী আমাকে এবারও মনোনয়ন দিয়েছেন তাই আপনাদের কাছে যদি মেয়র হিসেবে কোন ভুল করে থাকি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।তিনি বলেন ভুল তো মানুষেরই হয়, হয়তো আমার চলার পথে কোথাও ভুলতুটি হতে পারে হয়েছেও আমি আবারও সকলের কাছে ভুল শিকার করছি।আশা করি আমার ভুলতুটি ক্ষমা করে আমাদের মুল্যবান ভোট আগামী ১৪ফেব্রুয়ারী নৌকা মার্কায় দিয়ে আমাকে আবারও পৌর মেয়র হিসেবে স্থান করে দিবেন।
পৌর মিলিনিয়াম মার্টেক এর সভাপতি মোঃ আব্দুল জলিলের সভাপতিত্বে জেলা পরিষদের চেয়ারম্যান ফকির আবদুল জব্বার, সংরক্ষিত মহিলা আসনের সাবেক এমপি কামরুন নাহার চৌধুরী, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফি, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান রকিবুল হাসান পিয়াল, আওয়ামী লীগ নেতা মোঃ সালাম মন্ডল, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ উজ্জ্বল হোসেন, সাজাদুল কিবর তানজিম সহ অনেকই বক্তব্য রাখেন।