স্টাফ রিপোর্টার, রাজবাড়ী টুডে: দুই হাত জোর করে এলাকার মা কোনদের কাছে আগামী ৩০ ডিসেম্বরের নির্বাচনে নৌকা মার্কায় ভোট ভিক্ষা চাইলেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী, শিক্ষা প্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের বর্তমান এমপি কাজী কেরামত আলী।
তিনি বলেন ৩০ তারিখের অনুষ্ঠিত নির্বাচন আমাদের জন্য একটি চ্যালেজিং নির্বাচন। বিএনপি জামায়াত আবার বাংলাদেশকে ধ্বংস করতে ক্ষমতায় আসতে চায়। তারা আবার এই দেশকে পাকিস্তান বানাতে চায়। এই বাংলাদেশ স্বাধীন হয়েছে আওয়ামী লীগের নেতৃত্বে। তাই ভোট দিয়ে আওয়ামী লীগকে আবার ক্ষমতায় আনতে হবে। তাই সকল মা বোনদের কাছে নৌকার মার্কায় একটি করে ভোট ভিক্ষা চাই।
তিনি বলেন গত ১০বছরে বর্তমান সরকার যে উন্নয়ন করেছে তা আপনারা জানেন। আমি জানি ৩০তারিখের নির্বাচনে বড়াট ইউনিয়নের সকল শ্রেণী পেশার মানুষকে নৌকা মার্কায় ভোট দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। যদি এমপি নির্বাচিত হতে পারি। আওয়ামী লীগ যদি সরকার গঠন করতে পারে তাহলে স্থায়ী ভাবে নদী শাসনের ব্যবস্থা করবো কথা দিয়ে গেলাম।
শুক্রবার বিকেলে বড়াট ইউনিয়নের উড়াকান্দা বাজার সংলগ্ন ফুটবল মাঠে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শিক্ষা প্রতিমন্ত্রী কাজী কেরামত আলী এসব কথা বলেন।
এ সময় বড়াট ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ আরশাদ আলীর সভাপতিত্বে জনসভায় বক্তব্য রাখেন, বিশেষ অতিথি, রাজবাড়ী জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক কাজী ইরাদত আলী, সহ সভাপতি হেদায়েত আলী সোহরাব, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক এসএম নওয়াব আলী, পৌর মেয়র মহাম্মদ আলী চৌধুরী, জেলা জাতীয় পার্টির সভাপতি খন্দকার হাবিবুর রহমান বাচ্চু, জেলা আওয়ামীলীগ বিজ্ঞাণ ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক কাজী রকিবুল হোসেন শান্তনু, , এ্যাডঃ রফিকুল ইসলাম, উপজেলা ও ইউনিয়নের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
এয়াড়াও শুক্রবার সকালে আওয়ামী লীগ প্রার্থী কাজী কেরামত আলী রাজবাড়ী সদর উপজেলার ব্রামনদিয়া ও খানখানাপুর ও দাদশী ইউনিয়নে গনসংযোগ ও পথসভা করেছেন।