স্টাফ রিপোর্টার, রাজবাড়ী টুডে: রাজবাড়ী ১ আসনে নৌকার বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনী জনসভায় অর্ধলক্ষাধিক মানুষের উপস্থিতি দেখে প্রধান অতিথি’র বক্তবে কাজী কেরামত আলী বলেন,আপনারা যদি ভোট দিয়ে আমাকে নির্বাচিত করেন, আমি স্থায়ীভাবে নদীভাঙ্গন রোধ ও দৌলতদিয়া-পাটুরিয়া দ্বিতীয় পদ্মা সেতু করে দিব।
শেখ হাসিনা বাংলাদেশকে এগিয়ে নিয়েছেন এবং আগামীতে ক্ষমতায় আসলে আরো উন্নয়ন হবে। আর উন্নয়ন দেখে শুধু নৌকায় মার্কায় ভোট দিবে অন্য কোন মার্কার কথা চিন্তা করবে না এদেশের মানুষ।
২৭ ডিসেম্বর বৃহস্পতিবার বিকালে জেলা আওয়ামী লীগের আয়োজনে জেলা আওয়ামী লীগের সহ সভাপতি আব্দুস সোবাহানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্যে রাজবাড়ী ১ আসনের আওয়ামী লীগ মনোনিত এমপি প্রার্থী কাজী কেরামত আলী এ কথা বলেন।
কাজী কেরামত আলী বলেন, আওয়ামীলীগ ধোকা দিয়ে রাজনীতি করে না। নির্বাচন নিয়ে বিএনপি জামায়াত যতই ষড়যন্ত্র করুক না কেন নৌকার বিজয় হবেই এবং আওয়ামী লীগ আবার সরকার গঠন করবে।
তিনি আরো বলেন, রাজবাড়ী সদর ও গোয়ালন্দ উপজেলা’র প্রতিটি ইউনিয়নকে শহরের মতো রুপান্তর করব। প্রতিটি গ্রাম হবে শহর কারন গ্রামেই থাকবে শহরের সকল সুযোগ সুবিধা। রাজবাড়ীকে একটি উন্নয়নের রোল মডেল হিসেবে বিশ্ব দরবারে তুলে ধরাসহ বিভিন্ন কলকারখানা স্থাপন করে বেকারদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার প্রতিশ্রুতিসহ এ আসনের জনগণের সেবক হয়ে থাকার অঙ্গীকার করেন।
সকল উপস্থিত সকল জনগনের উদ্যোশে কাজী কেরামত আলী বলেন, বিগত দিনে যদি কোন ভুল করে থাকি তা নিজ গুনে ক্ষমা করে দিয়ে আপনারা সবাই নৌকায় মার্কায় একটি করে ভোট দিবেন।
বিশেষ অতিথির বক্তব্যে জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক ও নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক কাজী ইরাদত আলী তার বক্তব্যে বলেন, এই নির্বাচন জাতীর জন্য, আমাদের দেশের জন্য বাঙ্গালীর জন্য একটি গুরুতপূর্ণ নির্বাচন। এই নির্বাচন আগামী দিনের উন্নয়নের ধারাকে অব্যহত রাখার জন্য আমাদের যে সরকার ক্ষমতায় আসবে। এই নৌকা বঙ্গবন্ধুর নৌকা যে নৌকা বাংলাদেশের স্বাধীনতা এনে দিয়ে ছিলো। তাই ভাই ও বোনেরা আগামী ৩০ তারিখ নৌকা মার্কায় আপনরা ভোট দিয়ে বিজয় ছিনিয়ে আনবেন।
জনসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সংরক্ষিত আসনের এমপি কামরুন নাহার চৌধুরী লাভলী, জেলা পরিষদের চেয়ারম্যান ফকির আব্দুল জব্বার, আওয়ামী লীগ মনোনীত প্রার্থী কাজী কেরামত আলীর সহধর্মীনি রেবেকা সুলতানা, পৌর মেয়র মহম্মদ আলী চৌধুরী, সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এ্যাডঃ ইমদাদুল হক বিশ্বাস, জেলা ওয়াকার্স পার্টির সভাপতি কমরেড জ্যোতি শংকর ঝন্টু, জেলা জাসদের সভাপতি আহম্মেদ নিজাম মন্ট, গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান এবিএম নুরুল ইসলাম, গোয়ালন্দ পৌরসভার মেয়র শেখ মোঃ নিজাম প্রমুখ।
সমাবেশে আরো উপস্থিত ছিলেন, রাজবাড়ী কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক শেখ সোহেল রানা টিপু, জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক কাজী রাকিবুল হোসেন শান্তনু, শিক্ষা প্রতিমন্ত্রীর কন্যা কানিজ ফাতেমা চৈতী সহ মহাজোট ও আওয়ামী লীগের সংগঠনের নারী ও পুরুষ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আসন্ন ৩০ ডিসেম্বর শেখ হাসিনা মনোনীয় প্রাথী কাজী কেরামত আলীকে নৌকা প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান জানানো হয় সমাবেশে।