শামীম হোসেন পাংশা প্রতিনিধি, রাজবাড়ী টুডে: রাজবাড়ীর পাংশা উপজেলার নবাগত উপজেলা নির্বাহী অফিসার বিপুল চন্দ্র দাস পাংশায় যোগদানের পর থেকেই নানা উন্নয়ন ও মানবিক কাজ করে আসছেন।
তিনি বলেন উপজেলা নির্বাহী অফিসার’র কার্যালয়টি সকলের জন্য,সমস্যা ও সম্ভাবনার কথা গুলো তো আমাকেই বলবে আমার কার্যালয় সকলের জন্য উন্মুক্ত। রবিবার সকাল ১১ টায় উপজেলা নির্বাহী অফিসার বিপুল চন্দ্র দাস নিজ অফিস কার্যালয়ে বসে জেলায় একটি জুম মিটিং করছিলেন, এমন সয়ম তার কার্যালয়ে একজন প্রতিবন্ধী বয়স্ক লোক প্রবেশ করেন।
উপজেলা নির্বাহী অফিসার তার অফিসে আসার কারণ জানতে চান তিনি কারন বলার পর ওই প্রতিবন্ধী বয়স্ক লোকের সাথে দির্ঘ সময় কথা বলেন একই সাথে তার সমস্য সমাধানের পথ দেখান। অফিস থেকে ওই প্রতিবন্ধী বয়স্ক লোক বের হয়ে বলেন, আগেও আমি এখানে বেশ কয়েকবার এসেছি কিন্তু সে সময় এমন ভালো করে আমার সাথে কথাও বলেনি-সমস্য সমাধান তো দুরের কথা এই স্যার অনেক ভাল আমার মত প্রতিবন্ধীর সাথে সময় নিয়ে কথা বলায় আমি তার জন্য দোয়া করি। প্রতিবন্ধী বয়স্ক লোকটির নাম আজিজুল ইসলাম স্ত্রী পরিজন নিয়ে বাস করেন মাছপাড়া রেলওয়ের পাশে সরকারী জমিতে। তার বাড়ী উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের পাটিকাবাড়ী গ্রামে।
উপজেলা নির্বাহী অফিসার বিপুল চন্দ্র দাস বলেন, প্রতিবন্ধী আজিজুল ইসলাম আমার কাছে অভিযোগ করেন তার কিছু জমি কে বা করা দখল করে রেখেছন। তিনি আদালতের রায়ও পেয়েছেন কিন্তু জমি দখল নিতে পারছেন না। সে কারনেই তিনি উপজেলায় আমার কাছে এসেছেন। সত্যি বলতে কি তাকে দেখে আমার খুব মায়া লেগেছে মানুষটি আমার অফিস পর্যন্ত ও এ সেছেন অন্যের সহযোগিতায় তাকে কোলে নিয়ে এসেছন। তার এই অবস্থা দেখে নিজের মধ্যে এক ধরনের কষ্ট অনুভোব করলাম এমন একজন মানুষকে যদি সহযোগিতা করতে পারি তাহলে সৃষ্টিক্তার কাছেও জবাব দিতে পারবো। তিনি আরো বলেন, আপনার ফোন পেয়ে তার ফোন নাম্বার যোগার করে তার সাথে কথা বলছি এবং তাকে আবার আগামী কাল অফিসে ডেকেছি। আমি তার জমিতে তাকে বসিয়ে দেওয়ার ব্যবস্থা করবো এটা কথা দিলাম।