রাজবাড়ী প্রতিনিধি: শেখ হাসিনা নারীদের জন্য কাজ করছে: নারিরা যাতে নিজের পায়ে দাড়াতে পারে সে লক্ষ্যে নিরলস ভাবে কাজ করছে নেত্রী। বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা দেশের উন্নয়নের পাশা পাশি নারি ক্ষমতায়নের লক্ষে কাজ করে যাচ্ছে বলে মন্তব্য করেছেন শিক্ষা প্রতিমন্ত্রী কাজী কেরামত আলী এমপি।
২২ জুলাই রোববার বিকেলে আলাদিপুর সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে-সদর উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে-আলিপুর ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে কেন্দ্র কমিটি গঠন বিষয়ে নেতা কর্মীদের সাথে মতবিনিময় সভায় এ কথা বলেন শিক্ষা প্রতিমন্ত্রী ও জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক কাজী কেরামত আলী।
তিনি আরো বলেন, সামনে জাতীয় সংসদ নির্বাচন-আর এই নির্বাচন অতান্ত গুরুত্বপূর্ণ একটি নির্বাচন।রাজবাড়ীতে নৌকার মাঝি যেই হোক না কেন। আপনারা তার জন্যেই কাজ করবেন। জননেত্রী নেত্রী শেখ হাসিনা যাকে যোগ্য মনে করবেন তাকেই তিনি নৌকার মাঝি বানাবেন। আমাদের দায়ীত্ব হলো সেই নৌকার মাঝির সাথে থেকে কাজ করা।
তাছাড়ও আওয়ামী লীগ সরকার উন্নয়নের মাধ্যমে দেশের চেহারা বদলে দিয়েছে। বিএনপি সরকার ক্ষমতায় ছিলো তারা কোন উন্নয়ন করেনি তারা শুধু লুটপাটে ব্যবস্থ ছিলো। তাই বলছি যদি উন্নয়ন চান তাহলে নৌকা প্রতীকে ভোট দিয়ে আবারও আওয়ামী লীগ কে ক্ষমতায় আনতে হবে ।
সভায় আলিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ আব্দুল কাদের মিজির সভাপতিত্বে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সহসভাপতি হেদায়েত আলী সোহরাব, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি রমজান আলী খান, সাবেক সভাপতি এস এম নওয়াব আলী, সাধারণ সম্পাদক শেখ মোঃ আসাদুজ্জামান, আলিপুর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ শওকত আলী, সাবেক চেয়ারম্যান মোঃ শাহিন শেখ, জেলা পরিষদের সদস্য নাজমুল হাসান মিন্টু, সংরক্ষিত মহিলা আসন-জেলা পরিষদের সদস্য ও সদর উপজেলা মহিলা লীগের সভানেত্রী মিসেস সাহানা বেগমসহ ইউনিয়ন আওয়ামীলীগের নেতাকর্মী বৃন্দ।
অনুষ্ঠান পরিচালনা করেন আলিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম জাহিদুল হাসান বক্কার।