স্টাফ রিপোর্টার, রাজবাড়ী টুডে: রাজবাড়ীতে যথাযোগ্য মর্যাদা ও নানা আয়োজনের মধ্য দিয়ে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে।
১৪ই ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষ্যে বদ্ধভূমিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন, মোমবাতি প্রজ্জ্বলন ও আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে এ দিবসটি উদযাপন করে রাজবাড়ী জেলা প্রশাসন।
অনুষ্ঠানে প্রজেক্টরের মাধ্যমে মুক্তিযুদ্ব্যের চেতনা বিষয়ক চিত্র ও বদ্বভূমিতে পাকিস্তানিদের নির্মম নির্যাতনের চিত্র প্রদর্শন করা হয় ।
রাজবাড়ী জেলা প্রশাসন আয়োজিত আলোচনা সভায় জেলা প্রশাসক মোঃ শওকত আলী’র সভাপতিত্বে বক্তব্য রাখেন- সংরক্ষিত মহিলা আসনের এমপি কামরুন নাহার লাভলী, জেলাপরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ফকির আব্দুল জব্বার, পুলিশ সুপার আসমা সিদ্দিকা মিলি ,বীর মুক্তিযোদ্ধা আঃ জলিল ,বীর মুক্তিযোদ্ধা আহম্মেদ নিজাম মন্টু প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে শহীদ বেদিতে প্রদ্বীপ প্রজ্বলন করেন অতিথিরা। এর আগে সকালে বদ্বভূমিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ ও দোয়া কমনা করা হয় জেলা পুলিশ ও জেলা প্রশাসনের পক্ষ থেকে।
এসময় বদ্ধভূমিতে যাতায়াত এর রাস্তা তৈরি করার দাবি করে মুক্তিযোদ্বা আহম্মেদ নিজাম মন্টু বলেন, এই বদ্ধভূমিতে যাতয়াত কোন রাস্তা নেই খুবই কষ্ট করে এখানে আসতে হয়। তাছাড়াও এখানকার পরিবেশ টা খুবই খারাপ তাই এই বদ্ধভুমির আসে পাসের পরিবেশ ঠিক করার জন্য এমন অনুষ্ঠানের বিকল্প নেই তাই সব সময়। তিনি আরো বলেন ঢাকায় বদ্ধভুমিতে জাতীয় পতাকা উত্তোলন হলেও রাজবাড়ীর বদ্ধভুমিতে জাতীয় পতাকা উত্তোলন করা হয় নি।