স্টাফ রিপোর্টার, রাজবাড়ী টুডেঃ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কতৃক মনোনীত রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলীকে সংবর্ধনা দিয়েছে রাজবাড়ী পৌর আওয়ামী লীগ।
সেই সাথে কাজী ইরাদত আলীকে জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নির্বাচিত করায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেছে পৌর আওয়ামী লীগের নেতাকর্মীরা।
১৯ অক্টোবর মঙ্গলবার সন্ধ্যায় জেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে এ সংবর্ধনা দেওয়া হয়।
রাজবাড়ী পৌর আওয়ামী লীগ আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, পৌর আওয়ামীলীগের সভাপতি এ্যাডঃ উজির আলী শেখ।
পৌর আওয়ামী লীগের ৯টি ওয়ার্ডের সভাপতি ও সাধারণ সম্পাদক সহ নেতাকর্মীরা একে একে ফুল দিয়ে নবনির্বাচিত সাধারণ সম্পাদক জননেতা কাজী ইরাদত আলীকে শুভেচ্ছা জানান।
অনুষ্ঠান উপস্থাপনা করেন পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফি।
এছাড়াও অনুষ্ঠানে জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।