স্টাফ রিপোর্টার, রাজবাড়ী টুডেঃ ‘রাজবাড়ী শহর বাঁচাও, বাঁচাতে হবে” স্লোগানে অবৈধ বালি উত্তোলন বন্ধসহ জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ ও রাজবাড়ীর পদ্মা নদীর বাঁধ নির্মাণ কাজে দূর্নীতি, লুটপাটকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবিতে প্রতিবাদ মিছিল ও স্মারকলিপি প্রদান করা হয়েছে।
০৭ অক্টোবর (বৃহস্পিতবার) দুপুরে রাজবাড়ী জেলা বাসীর ব্যানারে নদী ভাঙ্গনের হাত থেকে রাজবাড়ী বাচাঁও স্লোগান সামনে রেখে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও জেলা পরিষদের সাবেক প্রশাসক আকবর আলী মর্জি।
স্মারকলিপি পেশ করার আগে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বঙ্গবন্ধু চত্বরে আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও জেলা পরিষদের সাবেক প্রশাসক আকবর আলী মর্জি, রাজবাড়ী জেলা যুবলীগের সাবেক সভাপতি আলী হোসেন পনি, বসন্তপুর ইউনিয়নের চেয়ারম্যান মির্জা বদিউজ্জামান বাবু প্রমুখ।