স্টাফ রিপোর্টার, রাজবাড়ী টুডেঃ “মুজিব বর্ষে অঙ্গীকার ধূমপান করবই পরিহার” এই স্লোগানে রাজবাড়ীতে বিশ্ব তামাকমুক্ত দিবস পালিত হয়েছে।
০৭ জুন সোমবার সকাল সাড়ে ১০টায় রাজবাড়ী অফিসার্স ক্লাব এর সামনে অবস্থিত মুক্তমঞ্চে (পঞ্চাশ) জন ধূমপায়ী পরিবহন শ্রমিকদের ধূমপান ত্যাগের শপথ গ্রহণ ও পুষ্টিকর খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠান আয়োজন করে জেলা প্রশাসন।
উক্ত অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক সরকার আব্দুল্লাহ আল-মামুন বাবুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলা প্রশাসক দিলসাদ বেগম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা: মোহাম্মদ ইব্রাহীম টিটন।
এ সময় অন্যান্যূদের মধ্যে উপস্থিত ছিলেন, সদর উপজেলা নির্বাহী উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমি মোঃ সায়েফ, সহকারী কমিশনার (ভূমি) মোঃ আরিফুর রহমান।
জেলা প্রশাসক অনুষ্ঠানে উপস্থিত ধূমপায়ী পরিবহন শ্রমিকসহ সকলকে ধূমপান ত্যাগের শপথ গ্রহণ করান এবং মাননীয় প্রধানমন্ত্রী ২০৪০ সালের মধ্যে বাংলাদেশকে ধূমপানমুক্ত করার যে ঘোষণা দিয়েছেন তা বাস্তবায়ন করার ক্ষেত্রে সকলের সহযোগিতা কামনা করেন।
সভায় বক্তারা তামাকসহ সকল ধরনের নেশা জাতীয় দ্রব্যের বিভিন্ন ক্ষতিকর দিক সম্পর্কে আলোচনা করেন। যেকোনো নেশা জাতীয় দ্রব্য শুধু স্বাস্থ্যগত ক্ষতিই করে না, আর্থিকভাবেও মানুষকে বিপর্যস্ত করে তোলে বলে অতিথিরা বক্তব্যে উল্লেখ করেন।
এছাড়াও জেলা প্রশাসক অনুষ্ঠানে উপস্থিত ধূমপায়ী পরিবহন শ্রমিকদের মাঝে পুষ্টিকর খাদ্য সামগ্রী হিসেবে ০১ (এক) লিটার দুধ, ৩০ (ত্রিশ) টি ডিম এবং ১.০-১.৫ কেজি মুরগির মাংস প্যাকেটজাত করে বিতরণ এবং “মুজিব বর্ষে অঙ্গীকার ধূমপান করবই পরিহার” লেখা লোগো সম্বলিত টি-শার্ট প্রদান করেন।
আজকের অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারী কমিশনার রেজওয়ানা নাহিদ।
মুজিব শতবর্ষে সকলে মিলে ধূমপান ও তামাকমুক্ত দেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।