মো: মাহ্ফুজুর রহমান, রাজবাড়ী টুডে:
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলাধীন পদ্মার নদীর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটের চলাচলরত হাসনাহেনা-কোপতি দুই ফেরীর সংঘর্ষে বাসযাত্রী মোছা: সাজেদা খাতুন নিলা(২০) নামের এক তরুনী নিহত হয়েছে।
মঙ্গলবার দুপুর ২টার দিকে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে পাটুরিয়ার ড্রেজিং চ্যানেল এলাকায় দূর্ঘটনাটি ঘটেছে। নিহত সাজেদা গোপালগঞ্জের মকসেদপুর উপজেলার লোহা গ্রামের আবুল কালাম মুন্সীর মেয়ে।
জানা গেছে, পদ্মা নদীর দৌলতদিয়া ফেরী ঘাট থেকে পাটুরিয়া উদ্দ্যোশে ছেড়ে আসা কোপতি ফেরীর সঙ্গে পাটুরিয়া থেকে দৌলতদিয়ার উদ্দ্যোশে রওনা করা হাসনাহেনা ফেরীর সাথে সংঘর্ষ হয়। পাটুরিয়া ঘাট থেকে হাসনাহেনা ছাড়ার প্রায় ৫ মিনিটের মধ্যে ফেরীর চ্যানেল এলাকায় এ দূর্ঘটনাটি ঘটেছে।
এ ব্যপারে এজিএম মেরিন আব্দুল কুদ্দুস ও দৌলতদিয়া ঘাট বিআইডব্লিটিসির ম্যানেজার মো: শফিকুল ইসলাম বলেন, মঙ্গলবার দুপুর ২টার দিকে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটের পাটুরিয়ার ড্রেজিং চ্যানেলে দুইটি ফেরীর এ সংঘর্ষের ঘটনাটি ঘটে। এতে করে হাসনাহেনা ফেরীতে পারপারে বাসের এক যাত্রী নিহত হয়েছে।
দুই ফেরীর সংঘর্ষে বাস যাত্রী মোছা: সাজেদা খাতুনকে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে, কর্তব্যরত ডা: শফিউল আজম তাকে মৃত ঘোষণা করেন। তিনি বলেন, মৃত অবস্থায় মেয়েটিকে হাসপাতলে নিয়ে আসা হয়েছে।