স্টাফ রিপোর্টার, রাজবাড়ী টুড: ঢাকা-খুলনা মহাসড়কের রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাট এলাকায় বাস মাহেন্দ্র সংঘর্ষে আব্দুস সামাদ (৫৫) নামের এক ব্যাক্তি নিহত হয়েছে। এঘটনায় কমপক্ষে ৬জন আহত হয়েছে।
২১ সেপ্টেম্বর শনিবার সন্ধ্যায় ঘাট এলাকার করিম ফিলিং স্টেশনের সামনে কুমারখালীগামী হানিফ পরিবহন ও দৌলতদিয়াগামী মাহেন্দ্রোর সাথে সংঘর্ষের ঘটনা ঘটে।
নিহত আব্দুস সামাদ রাজবাড়ী সদর উপজেলার গোয়ালন্দ মোড় এলাকার গৌড়িপুর গ্রামের বাসিন্দা।
তিনি মাহেন্দ্র চালাক বলে জানা গেছে। এ ঘটনায় আহত হয়েছে মাহেন্দ্রার আরো ৬ যাত্রী। আহতদের গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
জানাগেছে, ঢাকা থেকে কুষ্টিয়ার কুমারখালীগামী হানিফ পরিবহনের একটি বাস (ঢাকা মেট্রো-ব-১১০৯৫৯) রাজবাড়ী থেকে ছেড়ে যাওয়া দৌলতদিয়া ঘাটগামী একটি মাহেন্দ্রেরকে দৌলতদিয়া তেলের পাম্প এলাকায় চাপা দেয়। এসময় মাহেন্দ্রার চালক নিহত এবং ৬ যাত্রী গুরুতর আহত। আহতদের উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
গোয়ালন্দ ঘাট থানার ওসি রবিউল ইসলাম এর সত্যতা নিশ্চিত করেন।