স্টাফ রিপোর্টার, রাজবাড়ী টুডে : সড়ক, পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, দৌলতদিয়া-পাটুরিয়ায় দ্বিতীয় পদ্মা সেতু চাইলে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আবার ও নৌকা মার্কায় ভোট দিতে হবে।
নিজেদের টাকায় পদ্মা সেতুর কাজ শুরু করেছি আজ ৬০ ভাগ কাজ সম্পন্ন করা হয়েছে। জননেত্রী শেখ হাসিনা প্রমান করেছে আমরা বাঙ্গালী বীরের জাতি আমরা পারি। দৌলতদিয়া-পাটুরিয়া পদ্মা সেতুর প্রক্রিয়া ইতি মধ্যে শুরু হয়েছে।আপনারা যদি আওয়ামী লীগকে ভোট দিয়ে আবারও ক্ষমতায় আসার সুযোগ করে দেন। তাহলে দ্বিতীয় পদ্মা সেতুর কাজ শেখ হাসিনার হাত ধরেই হবে।
২৬ সেপ্টেম্বর বুধবার বিকালে রাজবাড়ী শহীদ খুশি রেলওয়ে ময়দানে জেলা আওয়ামীলীগ আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন সেতুমন্ত্রী।
তিনি আরো বলেন, আওয়ামী লীগ একটি বড় দল। দল করলে মনোনয়ন যে কেউই চাইতে পারেন।কিন্তু মননোয়ন নিয়ে দলের মধ্যে কোন রকম বিবেদ করা যাবে না। কারন মননোয়ন কে পাবে তা নির্ধারণ করবেন শেখ হাসিনা।যারা মননোয়ন প্রত্যাশী তাদের সকলের আমলনামা নেত্রীর কাছে আছে।প্রতি মাসে আপনাদের আমল নামা নেত্রীর কাছে পৌঁছায়।জনগণ যাকে চাইবে তাকেই মনোনয়ন দিবেন নেত্রী।নিজেদের মধ্যে বিবেদ তৈরী করে নিজেরাই নিজেদের শত্রু হবেন না, ঐক্যবদ্ধ থাকুন আওয়ামীলীগের বিজয় হবেই।
জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় রাজবাড়ী ২ আসনের এমপি মোঃ জিল্লুল হাকিমের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ব্যারিষ্টার মহিবুল হাসন চৌধুরী নওফেল, শিক্ষা প্রতিমন্ত্রী ও কাজী কেরামত আলী এমপি, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আকবর আলী মর্জি, সহ-সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান ফকির আব্দুল জব্বার, যুগ্ম-সম্পাদক কাজী ইরাদত আলী, জেলা ওয়ার্কাস পার্টির সাধারণ সম্পাদক এ্যাড: রেজাউল করিম রেজা প্রমূখ।
এর আগে সকাল সাড়ে ১১টায় মন্ত্রী পাংশার উপজেলার শিয়ালডাঙ্গী মোড়ে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়ক প্রশস্তকরণ ও পুনঃনির্মাণ কাজের উদ্বোধন করনে। পরে গোপালপুর উচ্চ বিদ্যালয় মাঠে পাংশা উপজেলা আওয়ামীলীগ আয়োজিত জনসভায় যোগদেন।